Poco-র এই ফোনগুলিতে আসছে Android 13 OS, দেখে নিন আপনারটা তালিকায় আছে কিনা
সম্প্রতি শাওমি (Xiaomi) ভারতে তাদের লেটেস্ট সফ্টওয়্যার ভার্সন, MIUI 14 লঞ্চ করেছে। আর এখন শাওমি-অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) আনুষ্ঠানিকভাবে তাদের যোগ্য ডিভাইসের তালিকা প্রকাশের পাশাপাশি MIUI 14 আপডেট পাওয়ার জন্য রোলআউট টাইমলাইনও ঘোষণা করেছে। তবে, শাওমির সাব-ব্র্যান্ডটি জানিয়েছে যে, কোনও সমস্যা দেখা দিলে এই টাইমলাইন পরিবর্তন করাও হতে পারে। উল্লেখযোগ্যভাবে, কিছু পোকো ফোনের পাশাপাশি বেশ কয়েকটি শাওমি এবং রেডমি (Redmi) হ্যান্ডসেটও ইতিমধ্যেই MIUI 14-এ চলছে, তবে এই সংস্করণটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু আসন্ন MIUI 14 এডিশনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এর ওপর ভিত্তি করে নির্মিত। আসুন তাহলে লেটেস্ট সফ্টওয়্যার আপডেট পেতে চলা পোকো ফোনগুলির তালিকা ও রোলআউটের টাইমলাইনগুলি জেনে নেওয়া যাক।
প্রকাশিত হল MIUI 14 আপডেটের জন্য যোগ্য কিছু Poco ফোনের তালিকা ও রোলআউটের টাইমলাইন
পোকো এক্স৫ প্রো হবে প্রথম ডিভাইস যা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ আপডেট পাবে। এটি ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে রোল আউট করা হবে, যার অর্থ চলতি মাসের শেষের দিকে এই ডিভাইসটিতে আপডেটটি পৌঁছাবে বলে আশা করা যায়। এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে, পোকো এফ৪ ৫জি, এফ৩ জিটি, এক্স৩ প্রো, এম৫, এম৪ ৫জি এবং সি৫৫ সহ ছয়টির মতো পোকো হ্যান্ডসেট এমআইইউআই ১৪ আপডেট গ্রহণ করবে। ব্র্যান্ডটি পোকো এম৪ প্রো, এক্স৪ প্রো ৫জি, এবং এম৪ প্রো ৫জি-তে সফ্টওয়্যার আপডেটটি প্রকাশ করবে এবছরের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে।
জানিয়ে রাখি, শাওমির লেটেস্ট সফ্টওয়্যার স্কিন MIUI 14 ট্যাবুলার আইকন, বড় ফোল্ডার এবং উইজেট অপশনগুলি সহ একটি উল্লেখযোগ্যভাবে রিডিজাইন করা হোম স্ক্রিনের সাথে এসেছে। এছাড়াও, এতে একটি কার্ড-স্টাইল ডিজাইন পরিলক্ষিত হবে যা একটি দক্ষ এবং সংগঠিত পদ্ধতিতে তথ্য প্রদর্শন করে। শাওমি সিস্টেম রিসোর্স অপ্টিমাইজ করে MIUI 14-কে হালকা করেছে এবং এটি আগের তুলনায় ৪ জিবি কম জায়গা নেয়।
নতুন ওএস-টি এক ফিচার অফার করে, যা খুব কম ব্যবহৃত হওয়া অ্যাপগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত করে স্টোরেজ স্পেস খালি করে। MIUI 14 টাস্কবারে একটি ক্লিকের মাধ্যমে একটি স্মার্টফোন এবং ট্যাবলেটের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ সৃষ্টি করতে পারে। এছাড়া, ডিভাইসগুলির মধ্যে ফাইল স্থানান্তর করার জন্য নতুন ইউজার ইন্টারফেসের সংস্করণে ড্র্যাগ-এন্ড-ড্রপ বৈশিষ্ট্যটিও রয়েছে।