Poco X3 GT দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি সহ লঞ্চ হল, দামও সাধ্যের মধ্যে
Poco F3 GT লঞ্চ করার এক সপ্তাহ না যেতেই GT সিরিজের আরেকটি স্মার্টফোন নিয়ে হাজির হল Poco। Xiaomi-র এই শাখা সংস্থাটি এবার Poco X3 GT নামের একটি হ্যান্ডসেট লঞ্চ করল। চীনের বাজারে উপলব্ধ Redmi-র নানা ফোন Poco ব্র্যান্ডিংয়ের সাথে অন্যান্য দেশে লঞ্চ হয়ে থাকে। Poco X3 GT-ও সেই রিব্র্যান্ডিংয়ের অংশ। আসলে গত মে মাসে চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 10 Pro 5G রিব্র্যান্ডেড করে সেটি এখন Poco X3 GT বলে লঞ্চ করা হয়েছে। তবে অন্যান্য রিব্যাজড Redmi স্মার্টফোনের মতো Poco X3 GT-এর ডিজাইনে অদলবদল করার পথে হাঁটেনি শাওমি। Redmi Note 10 Pro 5G-এর বামদিকে Redmi-এর পরিবর্তে Poco-র ব্রান্ডিং বসানো হয়েছে। ব্যস, তৈরি হয়ে গেল Poco-র নতুন স্মার্টফোন X3 GT।
Poco X3 GT স্পেসিফিকেশন ও ফিচার
পোকো এক্স৩ জিটি ফোনে আছে ৬.৬ ইঞ্চি এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে। এটি ২৪০০x১৮০০ পিক্সেল (ফুল এইচডি+) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। পোকো এক্স৩ জিটি-র ডিসপ্লেতে ডায়নামিক সুইচ দেওয়া হয়েছে যা আপনি কি দেখছেন ওপর ভিত্তি করে রিফ্রেশ রেটকে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে। যেমন সিনেমা দেখার সময় আপনি ৪৮ হার্টজ রিফ্রেশ রেট, টিভি শো দেখার সময় ৫০ হার্টজ, এবং গেম খেলার সময় ৬০/৯০/১২০ হার্টজ রিফ্রেশ রেট পাবেন। এছাড়াও, ফোনের ডিসপ্লে প্যানেল ডিসিআই-পি৩ কালার গ্যামেট সাপোর্ট করবে। আবার হাত থেকে পড়ে গেলে যাতে না ভাঙে কিংবা স্ক্র্যাচ না পড়ে তার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে।
পোকো এক্স৩ জিটি ডাইমেনসিটি ১১০০ প্রসেসর দ্বারা চালিত। এটি ৮ জিবি LPDDR4x র্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ অপশনে এসেছে। হাই-পারফরম্যান্স অবস্থায় থাকলে (গেম খেলার সময়) লিকুইড কুলিং ২.০ প্রযুক্তি পোকো এক্স৩ জিটি-এর তাপমাত্রা ১১ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেবে।
Poco X3 GT ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে — ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Poco X3 GT ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যার সঙ্গে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৬৭ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে ভিভাইসটি মাত্র ৪২ মিনিটে ফুল চার্জ করা যাবে। পোকো ফোনের রিটেল বাক্সে ৬৭ ওয়াট চার্জার দিচ্ছে। সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ সিস্টেমে রান করবে।
Poco X3 GT দাম
পোকো এক্স৩ জিটি-র ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ২৯৯ ডলার (প্রায় ২২,২০০ টাকা) এবং ৩২৯ ডলার (প্রায় ২৪,৪২৮ টাকা)। আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য প্রাচ্য, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ডিভাইসটি বিক্রি হবে।
Poco X3 GT কি ভারতে লঞ্চ হবে?
যারা ভারতে Poco X3 GT কেনার পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু হতাশ হতে হবে। কারণ লঞ্চের পরই পোকো ইন্ডিয়ার ডিরেক্টর অনুজ শর্মা কনফার্ম করেছেন, Poco X3 GT ভারতে লঞ্চ হবে না। কারণ ইতিমধ্যেই পোকো-র হাতে দুটি দুরন্ত স্মার্টফোন রয়েছে - Poco X3 Pro ও Poco F3 GT। তাঁর কথায়, Poco X3 GT লঞ্চ করে ভারতীয় ক্রেতাদের অহেতুক দোটানার ফেলার ইচ্ছা পোকোর নেই।