লঞ্চের আগেই Poco X6 এর চিপসেটের নাম ফাঁস, মিড-রেঞ্জে পাবেন দুরন্ত পারফরম্যান্স

Update: 2023-12-04 07:42 GMT

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড পোকো (Poco) বর্তমানে অনেকগুলি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। Poco X6 সিরিজটি এর মধ্যে অন্যতম, যা শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে কমপক্ষে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে - Poco X6 এবং Poco X6 Pro। ফোনগুলিকে ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেয়। Poco X6 ফোনটি এখন বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ তালিকাভুক্ত হয়ে বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Poco X6-কে দেখা গেল Geekbench-এর প্ল্যাটফর্মে

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, পোকো এক্স৬ সিঙ্গেল-কোর পরীক্ষায় ১,০১৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৮৬৫ পয়েন্ট স্কোর করেছে। এটি আরও নিশ্চিত করেছে যে ফোনটি ২.৪০ গিগাহার্টজের সর্বোচ্চ সিপিইউ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। যা সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২। চিপসেটটি অ্যাড্রেনো টিএম ৭১০ জিপিএস-এর সাথে যুক্ত। এছাড়াও জানা গেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এ রান করবে এবং ১২ জিবি র‍্যাম মিলবে।

আকষর্ণীয় বিষয়টি হল, এই স্মার্টফোনের কোডনেম হল “গারনেট”, যা রেডমি নোট ১৩ প্রো-এর অনুরূপ। ফলে অনুমান করা হচ্ছে যে, পোকো এক্স৬ চীনে লঞ্চ হওয়া উল্লেখিত রেডমি ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হবে। যদি জল্পনাটি সত্য হয়, তাহলে পোকো এক্স৬-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে (১,২২০ x ২,৭১২ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Poco X6-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকার সম্ভাবনা, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের সমন্বয়ে গঠিত। আর ফোনের সামনে, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

তবে এও শোনা যাচ্ছে যে, Redmi Note 13 Pro-এর গ্লোবাল মডেলে ২০০ মেগাপিক্সেলের সেন্সরের পরিবর্তে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco X6-এ সম্ভবত ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ বিশাল ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। Poco X6 সিরিজের সঠিক স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ এখনও কোম্পানির তরফে ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই এবিষয়ে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News