নজরকাড়া লুক সহ অ্যামোলেড ডিসপ্লে, Realme 10 ফোনের ছবি সামনে আসতেই উত্তেজিত ফ্যানেরা

Update: 2022-10-26 06:25 GMT

Realme 10 সিরিজ নিয়ে চর্চা অব্যাহত। আগামী ৫ নভেম্বর এই সিরিজের দুটি ফোন - Realme 10, Realme 10 Pro+ চীনে লঞ্চ হবে বলে কয়েকদিন আগে জানা গেছে। এই সিরিজের ফোনগুলি অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, 4G ও 5G কানেক্টিভিটি অফার করবে বলে দাবি করেছেন টিপস্টাররা। এখন আবার, জনপ্রিয় এক লিকস্টার এই সিরিজের বেস মডেল, অর্থাৎ Realme 10 এর রেন্ডার সামনে এনেছেন। এখান থেকে ফোনটির ডিজাইন ও কিছু মুখ্য ফিচার জানা গেছে।

৯১মোবাইলস এর সাথে হাত মিলিয়ে টিপস্টার, অনলিকস রিয়েলমি ১০ ফোনের পিঙ্ক ও গ্রে কালারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, এই ফোনের ব্যাক প্যানেলে গ্লজি স্পার্কলিং গ্রেডিয়েন্ট ফিনিশ থাকবে। পিঙ্ক ভ্যারিয়েন্টে হালকা নীল আভা রয়েছে। আর গ্রে মডেলে দেখা যাচ্ছে মিডনাইট ব্লু কালার। আবার এই ফোনের পিছনে দুটি ক্যামেরা সেটআপ উপস্থিত। এদের পাশে আছে এলইডি ফ্ল্যাশ। টিপস্টার বলেছেন, রিয়েলমি ১০ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। আর ডিভাইসটির ডান দিকে দেওয়া হবে ভলিউম রকার ও পাওয়ার বাটন।

অনলিকস আরও বলেছেন যে, রিয়েলমি ১০ ফোনে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

কিছুদিন আগে Realme 10 কে টেনা সার্টিফিকেশন সাইটে RMX3663 মডেল নম্বর সহ দেখা গেছে। যদিও সেখানে 5G মডেলটি অন্তর্ভুক্ত হয়েছিল। এই মডেলে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫জি অক্টা-কোর প্রসেসর, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে।

Tags:    

Similar News