অসামান্য ছবি তুলবে Realme 11 Pro+, ভারতে 200MP ক্যামেরা সহ আসছে, জানাল রিয়েলমি
রিয়েলমি পরবর্তী প্রজন্মের Realme 11 সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তবে সম্প্রতি কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে ১০ মে অর্থাৎ, আজ চীনে ফোনগুলি লঞ্চ করা হবে। ইতিপূর্বেই, এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ভ্যারিয়েন্ট Realme 11 Pro+ এর ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ফোনটির ব্যাক প্যানেল কার্ভড ও ভিগান লেদারের উপকরণ দিয়ে তৈরি। চীনে লঞ্চ হওয়ার আগেই এখন ভারতে রিয়েলমি একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ডিভাইসটির ক্যামেরা সম্পর্কে জানানো হয়েছে। রিয়েলমি চলতি বছরের শেষে ভারতে Realme 10 Pro+ 5G-এর উত্তরসূরি হিসাবে এই হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে আশা করা হয়েছিল। তবে, দেখে মনে হচ্ছে 11 Pro+ 5G প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ভারতে বাজারে পা রাখতে পারে। আসুন তাহলে নতুন টিজার থেকে আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
সামনে এল Realme 11 Pro+ 5G-এর ভারতীয় সংস্করণের টিজার
রিয়েলমি ইন্ডিয়া টুইটারে তাদের ভারতীয় অনুগামীদের উদ্দেশ্য করে একটি সাংকেতিক টিজার প্রকাশ করেছে, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর কোনও মার্কেটিং গিমিক কিনা। ছবিটিকে একটি ক্যাপশনের সাথে সংযুক্ত করা হয়েছে, যাতে লেখা আছে - "২০০ এমপি পর্যন্ত আপনি এখনও পৌঁছতে পেরেছেন। কিন্তু যখন আপনার কাছে হার্ডওয়্যারের পরিপূরক সফ্টওয়্যার থাকবে, তখন এটি "গিমিক"-কেও ছাড়িয়ে যাবে এবং আশ্চর্যজনক মোবাইল ফটোগ্রাফি উপহার দেবে। সেখানেই #realmeNumberSeries আসে…”
জানিয়ে রাখি, রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ১১ প্রো প্লাস-এ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি স্যামসাং এইচপি৩ সেন্সর অবস্থান করবে। পাশাপাশি, অফিসিয়াল রিয়েলমি ইন্ডিয়া টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা টিজারটি পরবর্তী নম্বর সিরিজের স্মার্টফোনগুলির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, রিয়েলমি এখনও বিশ্ব বাজারের জন্য ১১ প্রো প্লাস-এর লঞ্চের তারিখটি নিশ্চিত করেনি। আগামীকাল চীনে আত্মপ্রকাশের পর শীঘ্রই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে আসবে বলে আশা করা হচ্ছে। রিয়েলমি কিছু বৈশিষ্ট্য ইতিমধ্যেই নিশ্চিত করেছে। আর অন্যান্য স্পেসিফিকেশনগুলি বিভিন্ন সূত্র মারফৎ জানা গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।
Realme 11 Pro+ 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
Realme 11 Pro+ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর নীচের বেজেলটি শুধুমাত্র ২.৩৩ মিলিমিটার পুরু হবে। যদিও অফিসিয়াল টিজারে ডিসপ্লের আকার প্রকাশ করা হয়নি, তবে ফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশনের সাথে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro+ এর ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে বলে জানানো হয়েছে। এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত থাকতে পারে। রিয়েলমি একটি নতুন মুন মোড সহ ফোনটি লঞ্চ করবে বলে জানা গেছে এবং এই ফিচারটি ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরটি ব্যবহার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro+ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
উল্লেখ্য, Realme 11 Pro+ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। চিপটি ডাইমেনসিটি ১০৮০-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। তালিকাভুক্ত মডেলটিতে ১২ জিবি র্যাম রয়েছে। এছাড়া, আশা করা যায় ফোনটি সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। বেঞ্চমার্ক তালিকাটি আরও প্রকাশ করেছে যে, 11 Pro+ 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর সম্ভবত রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসের একটি স্তর থাকবে।