৩০ হাজার টাকার কমে ভালো মোবাইল ফোন, Realme 11 Pro Plus নাকি Motorola Edge 40 সেরা হবে
আপনি যদি নিজের জন্য একটি নতুন 'ক্যামেরা ফোকাসড' স্মার্টফোন কিনতে চান এবং বাজেট ৩০,০০০ টাকার মধ্যে থাকে তবে আজ আমরা আপনাকে এমন দুটি নতুন হ্যান্ডসেটের হদিশ দেব যেগুলির আপনার চাহিদা পূরণ করবে। আমরা কথা বলছি গত ৮ই জুন এদেশে আত্মপ্রকাশ করা Realme 11 Pro Plus 5G এবং ২৩শে মে আগত Motorola Edge 40 স্মার্টফোনের প্রসঙ্গে। আলোচ্য মিড-রেঞ্জের মডেল-দ্বয়ে - ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ২৫৬ জিবি রম এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন পাওয়া যাবে। যদিও Realme ডিভাইসটির রিয়ার ক্যামেরা বিভাগ অধিক ভালো। কেননা এটি ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর সহ এসেছে। বিপরীতে Motorola ব্র্যান্ডের ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
তবে উভয় মডেলই যথেষ্ট স্টাইলিশ তথা প্রিমিয়াম লুক অফার করে এবং এগুলির সামগ্রিক পারফরম্যান্সও দুর্দান্ত। অতএব ফিচারের দিক থেকে সামান্য তারতম্য থাকলেও, অন্যান্য বৈশিষ্ট্য অনেকটাই অনুরূপ থাকছে। এমনকি দামের ফারাকও খুব একটা নয়। ফলে বিভ্রান্তি দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এমত অবস্থায় আপনি যদি উল্লেখিত দুটি স্মার্টফোনের মধ্যে যেকোনো একটিকে কিনতে আগ্রহী থাকেন, তবে আমাদের এই প্রতিবেদন থেকে Realme 11 Pro Plus এবং Motorola Edge 40 স্মার্টফোনের দাম ও ফিচারগত পার্থক্য জেনে নিয়ে নিজের জন্য উপযুক্ত মডেলটি চয়ন করতে পারেন।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : দাম
ভারতে রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। এটিকে দুটি ব্যাক প্যানেল ফিনিশিং এবং তিনটি কালার বিকল্পের সাথে নিয়ে আসা হয়েছে, যথা — প্লাস্টিক ব্যাক প্যানেল (অ্যাস্ট্রাল ব্ল্যাক) এবং ভেগান লেদার (ওয়েসিস গ্রিন এবং সানরাইজ বেইজ)।
এদেশের বাজারে মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনকে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। ডিভাইসটি - নেবুলা গ্রিন এবং ইক্লিপস ব্ল্যাক কালার বিকল্পে এসেছে। এক্ষেত্রে উভয় কালার অপশনকেই ভেগান লেদার ফিনিশিং সহ পাওয়া যাবে।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : ডিসপ্লে, সেন্সর
রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন কার্ভড এজ স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আবার ইউজারদের ডেটা নিরাপদ রাখতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।
মোটোরোলা এজ ৪০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৬.৫৫-ইঞ্চির ফুলএইচডি প্লাস POLED ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকছে।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এই হ্যান্ডস্টেট সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম মিলবে।
অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর এবং মালি জি৭৭ জিপিইউ সহ এসেছে। এক্ষেত্রে চিপসেটটি সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স এআরএম কর্টেক্স-এ৭৮ কোর এবং ২ গিগাহার্টজ ক্লক স্পিডে রান করা চারটি ব্যাটারি-এফিশিয়েন্ট এআরএম কর্টেক্স-এ৫৫ কোর দ্বারা গঠিত। স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 মেমরি মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেসে রান করে।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : ক্যামেরা সেটআপ
ক্যামেরা বিভাগের কথা বললে, Realme 11 Pro Plus 5G স্মার্টফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
ছবি তোলার জন্য Motorola Edge 40 স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৪ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেকেন্ডারি সেন্সরটি ম্যাক্রো সেন্সর হিসাবেও কাজ করবে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান থাকছে।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
Realme 11 Pro Plus vs Motorola Edge 40 : পরিমাপ
রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬১.৬x৭৩.৯x৮.২/৮.৭ মিমি এবং এর ওজন ১৮৩ / ১৮৯ গ্রাম।
মোটোরোলা এজ ৪০ স্মার্টফোনের পরিমাপ ১৫৮.৪x৭২x৭.৬ মিমি এবং এটি ওজনে ১৬৭ / ১৭১ গ্রাম।