200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Realme 11 Pro, 11 Pro+ -এর জুনেই মেগা এন্ট্রি ভারতে

By :  techgup
Update: 2023-05-17 08:03 GMT

চলতি মাসের শুরুতে রিয়েলমি চীনে Realme 11, Realme 11 Pro ও Realme 11 Pro+ ফোন তিনটি লঞ্চ করে। এবার এগুলির অন্যান্য দেশে পাড়ি দেওয়ার পালা। রিপোর্ট অনুযায়ী, Realme 11 সিরিজ শীঘ্রই ভারত সহ বিভিন্ন দেশে পা রাখতে চলেছে‌। রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও নিশ্চিত করা হয়েছে যে, Realme 11 Pro সিরিজ আগামী জুনে ভারতে লঞ্চ হবে।

আশা করা যায়, জুন মাসে রিয়েলমি ১১ সিরিজ গ্লোবাল মার্কেটেও আসবে। তবে বেস ও প্রো মডেল আলাদা আলাদা ভাবে লঞ্চ হবে নাকি একসঙ্গে তা এক্ষুনি বলা সম্ভব নয়।

https://twitter.com/realmeIndia/status/1658482322554126338

Realme 11 Pro ও Realme 11 Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ১১ প্রো ও রিয়েলমি ১১ প্রো প্লাস ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে। রিয়েলমি ১১ প্রো সিরিজে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য ফোন দুটিতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর প্রো ও প্রো প্লাস মডেলে যথাক্রমে রয়েছে ৬৭ ওয়াট ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফটোগ্রাফির কথা বললে, Realme 11 Pro ও Realme 11 Pro+ ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য যথাক্রমে ১৬ মেগাপিক্সেল ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ব্যাক প্যানেলে Pro মডেলে রয়েছে ওআইএস সাপোর্ট সহ ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর Realme 11 Pro+ এর পিছনে আছে ওআইএস সাপোর্ট সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Realme 11 Pro তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পাওয়া যাবে - ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যদিকে Realme 11 Pro+ মডেল পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তবে এদের দাম এখনও জানা যায়নি।

Tags:    

Similar News