এক ধাক্কায় 5,000 টাকা সস্তা Realme-র দুর্দান্ত 5G ফোন, 1 দিনে 1.50 লাখ মানুষ কিনেছিলেন

Update: 2024-05-31 03:18 GMT

বাজারে পা রাখার সাথে সাথেই Realme 12 Pro 5G সিরিজ ব্যাপক সাড়া পেয়েছিল – প্রথম সেলে এই ফোনগুলি দেড় লাখেরও বেশি সংখ্যায় বিক্রি করেছিল জনপ্রিয় টেক-লাইফ ব্র্যান্ড Realme। সেক্ষেত্রে আপনি যদি এখন ২৫ হাজার টাকা বাজেটে কোনো ভালো ফোন কিনতে চান, তাহলে এই সিরিজের দুটি স্মার্টফোন Realme 12 Pro+ 5G এবং Realme 12 Pro 5G-র মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন। এই ফোনদুটিতে 120Hz ডিসপ্লে, Qualcomm Snapdragon প্রসেসর, 67W ফাস্ট চার্জিংয়ের মতো বহু কাজের ফিচার আছে। আর বিশেষ বিষয় হল যে, Flipkart-এ এখন এগুলি বাম্পার ছাড়ে মিলছে।

Realme 12 Pro 5G সিরিজে এখন পাবেন ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

ভ্যানিলা রিয়েলমি ১২ প্রো ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ২৫,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে বর্তমানে এটি ফ্লিপকার্টে ৪,০০০ টাকা ছাড়ে ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনি অ্যাক্সিস (Axis) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে হাজার টাকা ছাড় পাবেন। সাথে থাকবে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।

অন্যদিকে সিরিজের টপ মডেল অর্থাৎ রিয়েলমি ১২ প্রো+ ৫জি ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন বর্তমানে ৫,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে ২৪,৯৯৯ টাকায় উপলব্ধ, এটি ২৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক মিলবে, থাকবে নির্দিষ্ট এক্সচেঞ্জ অফারের সুবিধাও।

Realme 12 Pro 5G সিরিজের স্পেসিফিকেশন

রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭-ইঞ্চি ফুল এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ওলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এগুলিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ থেকে শুরু করে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২-এর মতো প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রো+ ভ্যারিয়েন্টে ২৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সাপোর্ট রয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য দুটি ফোনেই ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।

এছাড়া বেস ভ্যারিয়েন্টে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে, যেখানে অন্যটিতে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের কথা বললে হ্যান্ডসেটগুলি ধুলো-জল প্রতিরোধী আইপি৬৫ রেটিং, শক্তিশালী সাউন্ডের জন্য রয়েছে ডলবি অডিও সিস্টেম ইত্যাদি ফাংশন অফার করে।

Tags:    

Similar News