সস্তায় এত সুন্দর 5G স্মার্টফোন বিরল, যে 5 কারণে আপনাকে কিনতেই হবে Realme 12x
Realme 12x 5G কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। আর গতকাল স্মার্টফোনটি প্রথমবার ভারতে কেনার জন্য উপলব্ধ হয়েছে। এটি Realme 12 5G এবং 12+ 5G-এর পর 12-সিরিজের তৃতীয় ফোন। পূর্বসূরি Realme 11x 5G-এর তুলনায়, 12x 5G বেশ কিছু আপগ্রেড সহ এসেছে। আর সবচেয়ে বড় বিষয় হল, ফোনটি আগের প্রজন্মের মডেলের তুলনায় সস্তা। চলুন এই ফোনটিকে বেছে নেওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ দেখে নেওয়া যাক।
- Realme 11x 5G-এর থেকেও সাশ্রয়ী
জানিয়ে রাখি, গত বছর রিয়েলমি 11এক্স 5জি-এর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম রাখা হয় যথাক্রমে 14,999 টাকা এবং 15,999 টাকা। অন্যদিকে, রিয়েলমি 12এক্স 5জি-এর একই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 13,499 টাকা এবং 14,999 টাকা৷ এছাড়াও, 4 জিবি র্যাম +128 জিবি স্টোরেজ মডেল রয়েছে, যা মাত্র 11,999 টাকায় কেনা যাবে। গ্রাহকরা 1,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পেতে এসবিআই (SBI), আইসিআইসিআই (ICICI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে পারেন৷ এছাড়াও, 6 জিবি র্যাম ভ্যারিয়েন্টে 500 টাকা অতিরিক্ত ছাড় থাকবে। রিয়েলমি 12এক্স 5জি ফোনটি রিয়েলমি ইন্ডিয়া (Realme India) ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart) এবং দেশের অফলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে।
- উজ্জ্বল ডিসপ্লে
রিয়েলমি 11এক্স 5জি এবং রিয়েলমি 12এক্স 5জি-তে একই আকারের 6.72 ইঞ্চির ফুলএইচডি+ 90 হার্টজ আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। তবে, 12এক্স-এর স্ক্রিন 950 নিটের পিক ব্রাইটনেস অফার করে, যার অর্থ হল ইউজাররা সূর্যালোকেও ভালোভাবে ফোনের ডিসপ্লেটি দেখতে পাবেন।
- সফ্টওয়্যার ভিত্তিক ফিচার
Realme 12x 5G-এ এয়ার জেসচার ফিচারটি রয়েছে, যা Realme Narzo 70 Pro 5G-তে প্রথম দেখা যায়। এটি ইউজারদের জেসচার বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ফোন নিয়ন্ত্রণ করতে দেয়। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5 কাস্টম স্কিনে চলে। এবং এটি দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- 45 ওয়াট ফাস্ট চার্জিং
Realme 12x 5G হল তার প্রাইস সেগমেন্টে একমাত্র ফোন, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। ব্র্যান্ডের দাবি, 45 ওয়াটের ইন-বক্স চার্জারটির সাহায্যে ফোনের ব্যাটারি 1 থেকে 50 শতাংশে পৌঁছাতে মাত্র 30 মিনিট সময় নেবে।
- ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকারের সাথে, Realme 12x 5G বিঞ্জ-ওয়াচিং বা গেমিংয়ের সময় স্টেরিও আউটপুট অফার করে। যেখানে, পূর্বসূরি 11x শুধুমাত্র একটি সিঙ্গেল স্পিকারের সাথে এসেছিল।
উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়াও, Realme 12x 5G ভিসি কুলিং সহ MediaTek Dimensity 6100+ চিপসেট, এলপিডিডিআর4এক্স র্যাম, ইউএফএস 2.2 স্টোরেজ, 5,000 এমএএইচ ব্যাটারি এবং রেইন ওয়াটার স্মার্ট টাচ ফিচার অফার করে, অর্থাৎ এটির ডিসপ্লে ভেজা হাতেও ব্যবহার করা যাবে। ফটোগ্রাফির জন্য, 12x 5G-এর পিছনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম রয়েছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।