Realme 9 Pro ও Realme 9i 5G ফোন ব্যবহার করেন, নতুন বছরের আগেই সুখবর

By :  SUPARNA
Update: 2022-12-24 10:35 GMT

গত সপ্তাহেই Realme 9 Pro+ স্মার্টফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 স্টেবল আপডেট রোলআউট করা হয়েছিল। আর আজ এই সিরিজের আরো দুটি মডেলে নয়া আপডেট এল। Realme 9 Pro এবং Realme 9i মডেল দুটিও Android 13 ভিত্তিক সংস্থার লেটেস্ট কাস্টম ইউজার ইন্টারফেসের আপডেট পেয়েছে। ফলে উভয় হ্যান্ডসেটই - নতুন ডিজাইন থিম, কাস্টমাইজেশন ফিচার, আরো উন্নত পারফরম্যান্স, সিকিউরিটি প্যাচ সহ একাধিক নতুন বৈশিষ্ট্য অফার করবে।

রিয়েলমি কমিউনিটি থেকে সম্প্রতি শেয়ার করা একটি পোস্ট অনুসারে, রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯আই ৫জি স্মার্টফোনের জন্য ডেডিকেটেড রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনের স্টেবল আপডেট বর্তমানে ব্যাচ ধরে নির্বাচিত কয়েকটি অঞ্চলের ইউজারদের জন্য রোলআউট করা হয়েছে। যার মধ্যে ভারতও সামিল রয়েছে। এক্ষেত্রে সংস্থাটি স্বয়ং জনিয়েছে যে, সাম্প্রতিক এই আপডেটকে আপাততভাবে মোট ১৫% ইউজারদের জন্য রোল আউট করা হয়েছে। তবে শীঘ্রই আলোচ্য দুটি ফোনের বিশ্বব্যাপী ইউজারদের জন্য রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম রম রিলিজ করার কাজ শুরু করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রিয়েলমি ৯ প্রো ফোনের জন্য আসা রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) স্টেবল আপডেটের ফার্মওয়্যার ভার্সন RMX3612_11.C.0। আর রিয়েলমি ৯আই ৫জি ফোনে RMX3471_11.C.04 ফার্মওয়্যার সহ আপডেট এসেছে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এই নয়া কাস্টম স্কিনের কার্যকারিতা বা বিশেষত্বের কথা বললে, এটি - নতুন কাস্টমাইজেশন ডিসপ্লে, উন্নত পারফরম্যান্স ও ইউআই এনিমেশন, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড সহ আরও অনেক কিছু নিজের সাথে নিয়ে আসবে।

এছাড়া জানা যাচ্ছে, রিয়েলমি ৯ সিরিজ অন্তর্গত উক্ত দুটি ফোনের ইউজাররা তাদের ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে ম্যানুয়ালি আপডেট চেক করতে পারবেন। এক্ষেত্রে নতুন আপডেট এসেছে কিনা চেক করতে হলে ফোনের Settings থেকে 'About Phone' বিকল্পে চলে যান। আর সেখানে থাকা 'Check For Updates' বা 'Software update' অপশনে ট্যাপ করুন। যদি আপডেট চলে আসে তবে 'Download and install' বিকল্পটি চয়ন করুন (Settings > About Phone > Software update > Download and install)। তবে আপডেট ডাউনলোড করার আগে অবশ্যই যাবতীয় ডেটার ব্যাকআপ নিয়ে রাখতে পরামর্শ দেব আমরা।

প্রসঙ্গত, রিয়েলমি বর্তমানে তাদের একটি আপকামিং ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট Relame GT Neo 5 নিয়ে কাজ করছে। সম্প্ৰতি চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) -তে আলোচ্য মডেলের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। রিপোর্ট অনুসারে, এই আসন্ন স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ১.৫কে (1.5K) রেজোলিউশনের OLED ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্স ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। আর ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর অফার করবে। আর আশা করা হচ্ছে যে, Realme GT Neo 5 স্মার্টফোনকে দুটি ভিন্ন ব্যাটারি ক্যাপাসিটি ভ্যারিয়েন্ট সহ উন্মোচন করা হবে।

Tags:    

Similar News