সবচেয়ে সস্তার 5G ফোন এটাই, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে ৪ জিবি র্যাম
ভারতে চালু হয়েছে 5G পরিষেবা। যদিও বেশিরভাগ এলাকায় এখনও পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক উপলব্ধ নয়। তবে মানুষ এই মুহূর্তে 5G ফোন কেনার জন্য অনলাইন সাইটগুলিতে ভীড় জমাচ্ছে। আপনিও যদি এখন একটি সস্তা 5G ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা ভারতে উপলব্ধ সবচেয়ে সস্তার 5G ফোন নিয়ে কথা বলবো। আজ্ঞে হ্যাঁ, Flipkart Big Diwali সেলে Realme 9i 5G সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আপনি এই ফোনটি মাত্র ১১,৪৯৯ টাকায় কিনতে পারবেন।
Realme 9i 5G সবচেয়ে সস্তায় কেনার সুযোগ
রিয়েলমি ৯আই ৫জি ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে ফোনটি ২৭ শতাংশ ছাড়ে ১২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে আপনার কাছে এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আরও ১,৫০০ টাকা ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন।
শুধু ডিসকাউন্ট অফার নয়, এই ফোনের উপর এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। পুরানো ফোন বদলে রিয়েলমি ৯আই ৫জি কিনতে চাইলে ১২,৪০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।
Realme 9i 5G কেনা লাভজনক হবে?
আপনি মনে করতে পারেন যে, সস্তা রিয়েলমি ৯আই ৫জি কেনা কি লাভজনক হবে? এত কম দাম হওয়ায় এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে? তাহলে বলি, এই ফোনে জিও ও এয়ারটেলের প্রয়োজনীয় ৫জি ব্যান্ড রয়েছে। তাই পরিষেবা পেতে কোনো অসুবিধা হবে না। ফোনটির ফিচারের কথা বললে, এতে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫০+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।