Realme C11 (2021) ভারতে লঞ্চ হল, দাম ৭ হাজার টাকার কম

By :  SHUVRO
Update: 2021-06-25 18:08 GMT

Realme চুপিসারে তার এন্ট্রি লেভেল স্মার্টফোন Realme C11 এর 2021 ভার্সন ভারতে লঞ্চ করল। এই মাসের শুরুতে ফ্লিপকার্টে Realme C11 (2021) কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন এই বাজেট হ্যান্ডসেটটি ভারতে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, গত বছরের Realme C11 এর ডাউনগ্রেড ভার্সন হিসেবে Realme C11 (2021) ভারতে এসেছে। এই প্রথম Realme ব্র্যান্ডেড স্মার্টফোনে Unisoc প্রসেসরের উপস্থিতি দেখা গেল। আসুন ফোনটির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Realme C11 (2021) স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনে ৬.৮১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা এইচডি প্লাস রেজোলিউশন (৭২০x১৬০০ পিক্সেল) অফার করে। আবার ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে Unisoc SC9863 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে গ্রাহক এতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাবেন।

রিয়েলমি সি১১ (২০২১)-এর পিছনে এফ/২.২ অ্যাপারচারযুক্ত ৮ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরাতে অটোফোকাস, পোট্রেট মোড, বিউটি মোড, ফেস রিকগনিশন, ফিল্টার, ৪x ডিজিটাল জুম, ৩০এফপিএসে ভিডিও শ্যুটিং প্রভৃতি ফিচার ইউজার উপভোগ করত পারবেন।

রিভার্স চার্জিং সাপোর্ট-সহ রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কম দামি স্মার্টফোনও যাতে স্মুদলি ব্যবহার করা যায়, সেজন্য অ্যান্ড্রয়েড ১১ নির্ভর রিয়েলমি ইউআই গো এডিশন কাস্টম রম ভার্সনে ফোনটি রান করবে।

ভারতে Realme C11 (2021) এর দাম

ভারতে রিয়েলমি সি১১ (২০২১) কিনতে গেলে ৬,৭৯৯ টাকা খরচ করতে হবে। কুল ব্লু ও কুল গ্রে রঙের বিকল্পে ফোনটি বেছে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News