আইফোনের মতো দেখতে এই Realme ফোন এখন কিনুন মাত্র 9999 টাকায়, আছে 108MP ক্যামেরা

Update: 2023-11-26 15:04 GMT

এই মুহূর্তে ভারতের বাজারে বাজেট সেগমেন্টে Realme কোম্পানির অনেকগুলি স্মার্টফোন রয়েছে, যেগুলিতে ধামাকাদার ফিচার পাওয়া যাবে। এর মধ্যে সংস্থার অন্যতম জনপ্রিয় মডেল হল Realme C53 – এই ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন Apple iPhone-এর মতো এবং এতে 108MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো প্রচুর কাজের ফিচার পাওয়া যায়। আর সুবিধার ব্যাপার এটাই যে, এখন এই Realme স্মার্টফোনটি মাত্র ৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ মিলছে। ফলত বছর শেষের আগে আপনি যদি কাউকে উপহার দেওয়ার জন্য বা নিজের প্রয়োজনে একটি কম দামি ফোন কিনতে চান, তাহলে Realme C53 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। আসুন, চটজলদি Realme C53 ফোনের দাম, অফার এবং ফিচারসমূহ দেখে নেওয়া যাক।

Flipkart দিচ্ছে বিয়ের সেল, Realme C53 ফোন পাবেন দারুণ সস্তায়

রিয়েলমি সি৫৩ স্মার্টফোনের ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১২,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টের অফারে ফোনটিতে ২৩% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে এটি কিনতে ৯,৯৯৯ টাকা খরচ হবে। এক্ষেত্রে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank)-এর কার্ড ব্যবহার করে ফোনটি কেনা হয়, তাহলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে।

Realme C53-এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি৫৩ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২.৫ডি (2.5D) গ্লাস প্রোটেকশনযুক্ত ৬.৭৮ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর টি৬১২ প্রসেসর, যার সাথে মিলবে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। ফোনটিতে ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম ফিচার ব্যবহারের সুবিধাও দিচ্ছে কোম্পানি। অন্যদিকে এটি পাওয়ার ব্যাকআপের জন্য অফার করবে ১৮ ওয়াট সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

আবার ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ফোনটি কম বাজেটে আদর্শ, কেননা এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এছাড়া এতে আপনি ৩.৫ হেডফোন জ্যাকও পেয়ে যাবেন।

Tags:    

Similar News