Realme C53 এখন পাওয়া যাবে 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের সাথে, দাম 12 হাজার টাকার কম

By :  SUPARNA
Update: 2023-09-19 09:52 GMT

গত ১৯শে জুলাই Realme এদেশের বাজারে Realme C53 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করেছিল। তখন ডিভাইসটিকে শুধুমাত্র দুটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ করা হয়, যথা - ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ। কিন্তু আজ থেকে Realme C53 হ্যান্ডসেটকে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন ক্রেতারা। কেননা Realme আজ এই ফোনটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। চলুন Realme C53 -এর নয়া স্টোরেজ অপশনের দাম কত রাখা হয়েছে এবং এটিকে কবে ও কোথা থেকে অর্ডার করা যাবে জেনে নেওয়া যাক।

ভারতে Realme C53 স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ও লভ্যতা

ভারতের বাজারে রিয়েলমি সি৫৩ স্মার্টফোনের নতুন ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি মোট দুটি কালার অপশনে পাওয়া যাবে, যথা - চ্যাম্পিয়ন গোল্ড এবং চ্যাম্পিয়ন ব্ল্যাক।

আগ্রহীদের জানিয়ে রাখি, রিয়েলমি সি৫৩ এর নতুন ভ্যারিয়েন্ট আগামীকাল (২০ই সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অনলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে। আর লঞ্চ অফারের অংশ হিসাবে, এই রিয়েলমি ব্র্যান্ডেড হ্যান্ডসেটকে ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে খরিদ করলে ধার্য মূল্যের উপর ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংস্থাটি।

উল্লেখ্য, Realme C53 মডেলের বিদ্যমান ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনকে জুলাই মাসে যথাক্রমে ৯,৯৯৯ টাকায় এবং ১০,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল।

Realme C53 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি ৫৩ স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস (১৬০x৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি মিনি-ক্যাপসুল ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে - ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য ডিভাইসটি মালি-জি৫৭ জিপিইউ এবং ইউনিসক টি৬১২ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। এতে ৬ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বাধিক ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এই ফোনে ডাইনামিক র‌্যাম ফিচার সাপোর্ট করায়, ব্যবহারকারীরা অতিরিক্তভাবে আরো ৬ জিবি পর্যন্ত র‌্যাম পাবেন। এদিকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। রিয়েলমি ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই টি সংস্করণ দ্বারা চলে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme C53 স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার। সিকিউরিটি ফিচার হিসাবে আলোচ্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। কানেক্টিভিটির জন্য এতে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme C53 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬৭.৩x৭৬.৭x৭.৯৯ মিমি এবং ওজন ১৮২ গ্রাম।

Tags:    

Similar News