8 জিবি পর্যন্ত র্যাম সহ আসছে Realme C67 5G, দাম শুরু হবে মাত্র 12 হাজার টাকা থেকে
সম্প্রতি একটি নতুন Realme ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন TRDA, SIRIM, FCC, EEC, TKDN, SDPPI এবং BIS সহ একাধিক সার্টিফিকেশন পোর্টালে উপস্থিত হতে দেখা যাচ্ছে। উল্লেখিত প্রত্যেকটি সার্টিফিকেশন সাইটে আসন্ন এই ডিভাইস RMX3890 মডেল নম্বর সহ তালিকাভুক্ত৷ এক্ষেত্রে মনে করা হচ্ছে, এই ফোন সম্ভবত Realme C67 5G নামে আসবে। যদিও Realme -এর তরফ থেকে এখনও তাদের এই নয়া হ্যান্ডসেটের নাম এবং লঞ্চের তারিখ কোনোটাই প্রকাশ করা হয়নি। তবে আজ এই C-সিরিজ হ্যান্ডসেটের লঞ্চের টাইমলাইন ফাঁস হয়েছে। একই সাথে স্টোরেজ ও দাম প্রকাশ্যে এসেছে।
খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে Realme C67 5G স্মার্টফোন
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই ভারতের বাজারে পা রাখতে চলেছে রিয়েলমি সি৬৭ ৫জি। এদেশে ডিভাইসটির বিক্রয় মূল্য ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে বলে দাবি করা হয়েছে।
লঞ্চের টাইমলাইন ও দাম ছাড়াও, আলোচ্য ৫জি ফোনের র্যাম এবং স্টোরেজ কনফিগারেশন সম্পর্কিত তথ্যও সামনে এসেছে। জানা গেছে রিয়েলমি সি৬৭ ৫জি ডিভাইসটি ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আত্মপ্রকাশ করবে। আর লঞ্চ-পরবর্তী সময়ে এই ফোন - গ্রীন এবং পার্পেল কালার বিকল্পে কেনার জন্য উপলব্ধ হবে।
উল্লেখ্য, FCC সার্টিফিকেশন সাইটে আসন্ন এই সি-সিরিজ স্মার্টফোনের একাধিক কী-ফিচার উল্লেখ আছে। লিস্টিং অনুযায়ী এতে - ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। এর পরিমাপ হবে ১৬৪.৬×৭৫.৪×৭.৫৯ মিমি এবং ওজন থাকবে প্রায় ১৮৫ গ্রাম। উল্লেখিত তথ্যাদি বাদে Realme C67 5G স্মার্টফোনের অন্যান্য ফিচার সম্পর্কে এই মুহূর্তে আর কিছু জানা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, রিয়েলমি তাদের সি-সিরিজের অধীনে হালফিলে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছিল। আমরা কথা বলছি Realme C51 -এর প্রসঙ্গে। এটি একটি এন্ট্রি-লেভেল ফোন। বিশেষত্বের কথা বললে, উক্ত স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৬০ নিট পিক ব্রাইটনেস, এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ পাওয়া যাবে। এটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমরি সহ উপলব্ধ। তদুপরি Realme C51 স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের AI ডুয়াল-ক্যামেরা সেটআপ এবং সামনে ৫ মেগাপিক্সেলের AI ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। আলোচ্য হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।