বাজার কাঁপাবে Realme GT 6T, থাকবে 5,500mah ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং
রিয়েলমি আগামী সপ্তাহেই তাদের GT সিরিজের পরবর্তী স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করবে বলে জানিয়েছে। Realme GT 6T কোম্পানির প্রথম T ব্র্যান্ডিংয়ের ফোন হতে চলেছে, যা দারুন পারফরম্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে। আর এখন রিয়েলমি একটি টিজার প্রকাশ করে আসন্ন GT সিরিজের ফোনটিতে ব্যবহৃত প্রসেসরের নামটি প্রকাশ করেছে। নতুন Realme GT 6T হবে ভারতের প্রথম Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট দ্বারা চালিত স্মার্টফোন৷ এই হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণটি চীনা সংস্করণের থেকে ভাল পারফরম্যান্স এবং ফাস্ট চার্জিং প্রদান করবে বলে মনে করা হচ্ছে।
সামনে এল Realme GT 6T ফোনে থাকা প্রসেসরের নাম
আগামী ২২ মে ভারতে রিয়েলমি জিটি ৬টি হ্যান্ডসেটের লঞ্চের আগে, এই প্রিমিয়াম স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসরের ব্যবহার মডেলটিকে একটি বিশাল বুস্ট প্রদান করবে বলে মনে করা হচ্ছে। প্রকৃতপক্ষে, রিয়েলমি জিটি ৬টি হবে ভারতের প্রথম স্মার্টফোন, যা এই স্ন্যাপড্রাগন চিপসেটে চলবে। নতুন এই চিপটির উন্নত পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনটি গেমারদের কাছে আরও আকর্ষনীয় হয়ে উঠবে। স্মার্টফোনটিতে হাইপ-শটও রয়েছে, যা এটিকে ভারতের রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের মতো করে তুলবে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রিয়েলমি জিটি ৬টি ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এর চার্জিং স্পিড তার পূর্বসূরি, জিটি নিও ৬ এসই মডেলের ১০০ ওয়াট চার্জিং সাপোর্টের তুলনায় বেশ বেশি। এটি মাত্র ১০ মিনিটে ০ থাকে ৫০% ব্যাটারির চার্জ পূর্ণ করতে পারে। এছাড়া, আসন্ন ফোনের ব্যাটারিটি প্রায় দু’দিন পর্যন্ত স্থায়ী হতে পারে, যা ইউজারদের জন্য যথেষ্ট সুবিধাজনক হবে। রিয়েলমি জিটি নিও ৬ এসই একটি খুব উজ্জ্বল এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে অফার করে, তবে নতুন রিয়েলমি জিটি ৬টি মডেলেও এই ধরনের কার্যকারিতা থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, Realme GT 6T আগামী ২২ মে, দুপুর ১২:০০ টায় এদেশের বাজারে পা রাখবে এবং এই প্রিমিয়াম মডেলটির জন্য ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দ্রুত গেমিং ক্ষমতা এবং দ্রুত চার্জিং হল Realme GT 6T-এর প্রধান হাইলাইট এবং এটি ভারতীয় গ্রাহকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হতে পারে।