দুর্ধর্ষ ক্যামেরা-প্রসেসর দিয়ে নতুন ফোন আনছে Realme, থাকবে ফিউশন অ্যালগরিদম সাপোর্ট

Update: 2023-06-12 07:08 GMT

সমস্ত শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই Qualcomm Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ চিপসেট দিয়ে প্রিমিয়াম ফোন লঞ্চ করলেও, একমাত্র ব্যতিক্রম রিয়েলমি৷ তারাই একমাত্র চীনা সংস্থা যারা ওই প্রসেসরের সঙ্গে এখনও কোনও ফোন লঞ্চ করেনি৷ তবে সম্প্রতি ইঙ্গিত পাওয়া গিয়েছে, ব্র্যান্ডটি ইতিমধ্যেই তাদের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে, যা Realme GT Neo 5 Pro নামে বাজারে আসবে। আর এতে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে চলেছে। এখন জল্পনা বাড়িয়ে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে৷ তাহলে Realme GT Neo 5 Pro সম্পর্কে কী কী কি তথ্য সামনে এল চলুন জেনে নেওয়া যাক।

Realme GT Neo 5 Pro এর স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৫ প্রো-তে স্লিম বেজেল সহ ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে। যা ১৪৪ হার্টজ এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিংয়ের উচ্চ রিফ্রেশ রেট সহ 1.5K রেজোলিউশন অফার করবে। অনুমান, রিয়েলমি জিটি নিও ৫ প্রো মডেলেও টিয়ানমা (Tianma) ব্র্যান্ডের ৬.৭৪ ইঞ্চি ওলেড প্যানেল ব্যবহার করবে, যা রিয়েলমি জিটি নিও ৫ এবং জিটি নিও ৫ এসই মডেলে দেখা যায়৷

এছাড়াও, রিয়েলমি জিটি নিও ৫ প্রো-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে এবং এটি ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যামের সাথে যুক্ত থাকবে। এখনও পর্যন্ত ডিভাইসটির ব্যাটারির আকার সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। তবে, এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অন্যান্য কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Realme GT Neo 5 Pro-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। তবে, প্রো মডেলের বাদবাকি ক্যামেরাগুলির বিশদ বিবরণ এখনও প্রকাশিত হয়নি। শোনা যাচ্ছে, Realme GT Neo 5 Pro-এর প্রধান ক্যামেরা নতুন ফিউশন অ্যালগরিদম সাপোর্ট করবে, যার ফলে ফোনে তোলা ছবির গুণমান আরও উন্নত হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News