অন্য স্মার্টফোন পাত্তা পাবে না, এই অনবদ্য ফিচার্সের গুণে Realme-র নতুন ফোন হবে সেরা
Realme GT Neo 6 সিরিজের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই শোনা যাচ্ছে। Realme GT Neo 6 এবং Realme GT Neo 6 SE এর গত বছর লঞ্চ হওয়া Realme GT Neo 5 এবং Relame GT Neo 5 SE- এর আপগ্রেড ভার্সন হিসাবে আসছে৷ এর মধ্যে গতকালই SE মডেলটির চিপসেটের নাম প্রকাশ্যে এসেছিল। আবার তার পরের দিনই GT Neo 6 SE-এর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স ফাঁস হয়ে গেল।
Realme GT Neo 6 SE: স্পেসিফিকেশন (সম্ভাব্য)
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৬ এসই-তে এলটিপিও ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেটের সাথে আসবে।
এছাড়াও ডিসিএসের মতে, জিটি নিও ৬ এসই-এর কোর স্পেসিফিকেশনগুলি দামের নিরিখে যথেষ্ট উচ্চমানের হবে। তিনি এও জোর দিয়ে বলেছেন যে, আসন্ন ফোনটির লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) ফিচারটি অভূতপূর্ব হবে, যা বাজারে বিদ্যমান বহু ফ্ল্যাগশিপ ফোনকেও ছাড়িয়ে যাবে৷ এই প্রযুক্তি কম শক্তি খরচ করে ফোনকে অসামান্য ব্যাটারি লাইফ অফার করতে সাহায্য করবে৷
সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, চলতি মাসের শেষের দিকে চীনে লঞ্চ হতে চলা, OnePlus Ace 3V ফোনটি হবে বিশ্বের প্রথম Snapdragon 7+ Gen 3-চালিত ফোন। তাই, Realme GT Neo 6 SE ফোনটি Ace 3V-এর কিছু পরেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে৷
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Realme GT Neo 6 শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট থাকবে বলে জানা গেছে। এটি ১.৫কে ওলেড প্যানেল সহ আসবে এবং এতে ২৪ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজের মতো হাই-এন্ড বৈশিষ্ট্যগুলি থাকবে বলে জানা গেছে। ফোনটি মার্চেই লঞ্চ হবে নাকি আগামী মাসে, তা এখনও স্পষ্ট নয়।