Realme MagDart 15W, 50W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার লঞ্চ হল, পিছনে ফেললো Apple MagSafe-কে

Update: 2021-08-04 06:04 GMT

Apple MagSafe কে টেক্কা দিতে অবশেষে লঞ্চ হল Realme MagDart। বিশ্বের প্রথম ব্র্যান্ড হিসেবে অ্যান্ড্রয়েডের জন্য ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সামনে এনে তাক লাগিয়ে দিল রিয়েলমি। কোম্পানির তরফে জানানো হয়েছে, MagDart একটি ইকোসিস্টেম, যেখানে ওয়্যারলেস চার্জার ছাড়াও, MagDart Beauty Light, MagDart Wallet, MagDart Power Bank, MagDart Case লঞ্চ করা হয়েছে। এছাড়া জানা গেছে, শীঘ্রই Realme Flash নামে একটি স্মার্টফোন লঞ্চ করা হবে, যেখানে MagDart ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। যদিও কেসের মাধ্যমে এখন Realme GT 5G ফোনেই এই চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আসুন রিয়েলমি ম্যাগডার্ট ইকোসিস্টেমের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে জেনে নিই..

Realme MagDart 15W, 50W Charger

রিয়েলমি ম্যাগডার্ট ১৫ ওয়াট ও ৫০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছে, যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। পাশাপাশি এটি সবচেয়ে পাতলা ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জারও বটে (৩.৫মিমি)। রিয়েলমি ম্যাগডার্ট ১৫ ওয়াট মাত্র ৯০ মিনিটে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ০-১০০ শতাংশ চার্জ করতে সক্ষম, যেখানে Apple MagSafe সময় নেয় ২৪০ মিনিট। আবার রিয়েলমি ম্যাগডার্ট ৫০ ওয়াট চার্জিং প্রযুক্তি এক ঘন্টার মধ্যেই ফোনকে ফুল চার্জ করতে পারে।

Realme MagDart Case

রিয়েলমি একটি ম্যাগডার্ট কেসও লঞ্চ করছে, যার সাথে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি যুক্ত আছে। একি Realme GT 5G ফোনে সাপোর্ট করবে। আশা করা যায় অন্যান্য ফোনের জন্য আলাদা আলাদা কেস আসবে।

Realme MagDart Power Bank

এটিও আসলে একটি ওয়্যারলেস ম্যাগডার্ট চার্জার। যেটি দেখতে মনে হবে দাঁড় করানো আছে। তবে এটি ২ ইন ১ (2-in-1) সিস্টেম। এর ম্যাগনেট ফোন ব্যবহার করার সময় ব্যাটারি সংযুক্ত রাখতে পারে। এটি পাওয়ার ব্যাঙ্ক আকারে ব্যবহার করা যায়।

Realme MagDart Beauty Light

কোম্পানি রিয়েলমি ম্যাগডার্ট বিউটি লাইটও প্রকাশ্যে এনেছে। এতে রিং লাইট উপলব্ধ। তবে এতে কোনো ব্যাটারি নেই, পরিবর্তে রিভার্স ওয়্যারলেস চার্জিং সহ এটি ফোনের ব্যাটারি ব্যবহার করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News