Realme Narzo 50i Prime এই পুজোয় আপনার বাজেটে আসছে, ৫০০০ mAh ব্যাটারি দেবে ৪৬ ঘন্টা ব্যাকআপ

By :  SUPARNA
Update: 2022-09-09 14:25 GMT

চলতি সপ্তাহেই Realme India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Realme Narzo 50i Prime স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছিল। যার দরুন Narzo সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনটি যে শীঘ্রই ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে সেই সম্পর্কে একপ্রকার নিশ্চিত ছিলাম আমরা। আর আজ অর্থাৎ ৯ই স্পেটেম্বর সংস্থাটি স্বয়ং তাদের এই আপকামিং হ্যান্ডসেটের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। জানা গেছে ফোনটি ১৩ই সেপ্টেম্বর এদেশে পা রাখবে। একই সাথে, Realme তাদের ওয়েবসাইটে আলোচ্য ডিভাইসটির ডিসপ্লে সাইজ, ব্যাটারি ক্যাপাসিটি এবং কালার বিকল্প সমেত আরো বেশ কয়েকটি স্পেসিফিকেশনও টিজ করেছে। যেখান থেকে সামনে এসেছে যে, এই 'Prime' মডেলটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে প্যানেল, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি এবং ২টি আকর্ষণীয় কালার অপশন অফার করবে। প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং একটি নামহীন অক্টা-কোর ইউনিসক চিপসেট সহ চলতি বছরের প্রথমার্ধে মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করেছিল Realme Narzo 50i Prime। তবে মনে হচ্ছে, মালয়েশিয়ান সংস্করণ থেকে সামান্য ভিন্ন স্পেসিফিকেশন সহ আসতে পারে ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট।

কবে ও কখন লঞ্চ হচ্ছে Realme Narzo 50i Prime?

ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) দ্বারা লাইভ করা মাইক্রোসাইট এবং রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ভারতে আসন্ন রিয়েলমি নারজো ৫০আই প্রাইম স্মার্টফোনকে আগামী ১৩ই সেপ্টেম্বর দুপুর ১২:৩০টা নাগাদ লঞ্চ করা হবে। এক্ষেত্রে, অনলাইন শপিং পোর্টালের পাশাপাশি সংস্থা নিজস্ব ওয়েবসাইটে স্মার্টফোনটির জন্য ডেডিকেটেড পেজে একটি "Notify Me" বাটন দেখা গেছে, যাতে ক্লিক করার মাধ্যমে আপনারা লঞ্চ সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবেন।

যাইহোক, স্পেসিফিকেশন ও লঞ্চের তারিখ বাদেও আলোচ্য ফোনের কালার ভ্যারিয়েন্টও টিজ করেছে রিয়েলমি। জানা যাচ্ছে, রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের ভারতীয় সংস্করণটি - ডার্ক ব্লু এবং মিন্ট গ্রিন কালার অপশনে আসবে।

Realme Narzo 50i Prime -এর দাম

রিয়েলমি নারজো ৫০আই প্রাইম ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে মালয়েশিয়ায় ফোনটির ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৪২ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১১,৩০০ টাকা) রাখা হয়েছে। আর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের দাম ছিল ১৫৭ ডলার (প্রায় ১২,৬০০ টাকা)। ফলে ভারতে আসন্ন মডেলটিও বাজেট রেঞ্জের অধীনেই আত্মপ্রকাশ করবে বলে আমাদের অনুমান।

Realme Narzo 50i Prime -এর স্পেসিফিকেশন

সংস্থা দ্বারা লাইভ করা ল্যান্ডিং পেজ অনুসারে, Realme Narzo 50i Prime একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে প্যানেল সহ আসবে, যা ১৬.৭ মিলিয়ন কালার, ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। এই ডিসপ্লে এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) রেজোলিউশন এবং LCD টেকনোলজি সমর্থন করতে পারে। স্টোরেজ হিসাবে এতে সর্বোচ্চ ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত রম বিদ্যমান থাকবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি থাকবে, যা ৩৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম, ৪ দিনের অডিও প্লেব্যাক টাইম এবং ৪৬ ঘন্টা কলিং টাইম অফার করবে।

প্রসঙ্গত, গত জুনে মালয়েশিয়ায় লঞ্চ হওয়া Realme Narzo 50i Prime ফোনে একটি অনির্দিষ্ট অক্টা-কোর ইউনিসক চিপসেট ব্যবহার করা হয়েছিল, যা সম্ভবত ইউনিসক টি৬১২। আবার গ্রাফিক্সের জন্য এতে মালি-জি৫৭ (Mali-G57) জিপিইউ যুক্ত করা হয়েছিল। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, আলোচ্য হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে।

Tags:    

Similar News