Realme Narzo 60 5G লেটেস্ট এই প্রসেসর সহ আসছে, ৮ জিবি র‌্যাম সহ দেখা গেল Geekbench-এ

By :  SUPARNA
Update: 2023-06-14 14:14 GMT

Realme খুব শীঘ্রই Narzo 60 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আলোচ্য মডেলটি সম্ভবত Realme Narzo 60 5G নামে বাজারজাত হবে এবং গত বছর আত্মপ্রকাশ করা Narzo 50 লাইনআপের উত্তরসূরি হিসাবে আসবে। আসন্ন মডেলটিকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন তথ্য সামনে আসছে। আর এখন এই স্মার্টফোনকে Geekbench-এ উপস্থিত হতে দেখা গেল। উক্ত বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Realme Narzo 60 5G -কে RMX3750 মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে।

Realme Narzo 60 5G কে অন্তর্ভুক্ত করা হল Geekbench-এ

গিকবেঞ্চের ডেটাবেস অনুযায়ী, আপকামিং রিয়েলমি নারজো ৬০ ৫জি স্মার্টফোনের মাদারবোর্ডের কোডনেম k6833v1_64_k419 এবং এটি ARM MT6833 সিপিইউ সহ আসবে। এই সিপিইউ বা চিপসেট ২ গিগাহার্টজ ক্লক রেটের ৬টি কোর এবং ২.২০ গিগাহার্টজ ক্লক রেট চালিত ২টি কোর নিয়ে গঠিত। ফলে আমাদের অনুমান, ডিভাইসটি হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরের সাথে লঞ্চ হবে। লিস্টিং থেকে আমরা আরো জানা গেছে যে, রিয়েলমি নারজো ৬০ সিরিজের এই মডেলে ৮ জিবি র‌্যাম থাকবে। তবে লঞ্চের সময় এর আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রিয়েলমি নারজো ৬০ ৫জি গিকবেঞ্চে সিঙ্গেল-কোর টেস্টে ৭১৪ পয়েন্ট অর্জন করেছে। আর মাল্টি-কোর টেস্টে স্কোর করেছে ১,৮৬৮ পয়েন্ট।

এদিকে সাম্প্রতিক আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আসন্ন Realme Narzo 60 5G স্মার্টফোনকে চীনে আত্মপ্রকাশ করতে চলা Realme 11 5G মডেলের রিব্যাজড সংস্করণ হিসাবে নিয়ে আসা হবে। ফলে আলোচ্য দুটি মডেলের মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে 'রিব্যাজড' ভার্সনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে এতদিন ধরে কি কি তথ্য সামনে এসেছে চলুন দেখে নেওয়া যাক।

Realme 11 5G স্মার্টফোনটি ইতিমধ্যেই - CCC বা 3C, TENAA এবং BIS সহ একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এটি - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে। TENAA -এর লিস্টিং অনুসারে, এই মডেল ফ্ল্যাট ডিসপ্লে এবং বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল অফার করবে। এছাড়া 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' (3C) সাইটের লিস্টিং নিশ্চিত করেছে যে, আলোচ্য মডেলটিকে ১৮ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ নিয়ে আসা হবে।

Tags:    

Similar News