Realme Narzo N61: জলে ভিজলেও কিস্যু হবে না! মাত্র ৭,৪৯৯ টাকায় হাজির রিয়েলমির ওয়াটারপ্রুফ ফোন
সপ্তাহের প্রথম দিনেই রিয়েলমি নার্জো এন৬১ লঞ্চ হল ভারতে। এই স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং আইপি৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিটেন্স রেটিং রয়েছে। ফোনটি আর্মরশেল প্রোটেকশন ও টিইউভি রেইনল্যান্ড হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশন পেয়েছে। সংস্থার দাবি, কেনার ৪৮ মাস অর্থাৎ ৪ বছর পরেও ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে এটি। চলুন রিয়েলমি নার্জো এন৬১ মডেলটির দাম সহ খুঁটিনাটি জেনে নিই।
রিয়েলমি নার্জো এন৬১ দাম
ভারতে এই ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। এটি ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনেও পাওয়া যাবে, যার দাম ৮,৪৯৯ টাকা। প্রথম সেল ৬ই আগস্ট দুপুর ১২টা থেকে শুরু। কোম্পানির তরফে ক্রেতাদের ৫০০ টাকার একটি ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। আমাজন ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। রিয়েলমি নার্জো এন৬১ মার্বেল ব্ল্যাক ও ভয়েজ ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
রিয়েলমি নার্জো এন৬১ স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমির এই ফোনের সামনে ৬.৭৪ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৫৬০ নিটস, রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। রেইনওয়াটার স্মার্ট টাচ টেকনোলজি থাকার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে এটি। ফোনটিতে ইনিউসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম ভার্চুয়ালি ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ২ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট দিচ্ছে কোম্পানি।
রিয়েলমি নার্জো এন৬১'র পিছনে ৩২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা রয়েছে। ফ্রন্টে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৪.০ সফটওয়্যারে রান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৩০ ঘন্টা পর্যন্ত ভয়েস কল অফার করবে। মিনি ক্যাপসুল ২.০ ফিচার থাকছে রিয়েলমি নার্জো এন৬১ ফোনে, যা নোটিফিকেশন ও এলার্ট দেখাবে।