ভারতে লঞ্চ হল Realme Watch S, Master Edition ও S Pro স্মার্টওয়াচ, দাম শুরু ৪৯৯৯ টাকা থেকে

By :  techgup
Update: 2020-12-23 08:11 GMT

স্মার্টফোন কোম্পানি Realme আজ ভারতে তিনটি নতুন স্মার্টওয়াচ ও একটি ইয়ারবাড লঞ্চ করলো। Realme Watch S, Watch S Pro, Watch S Master Edition নামে আসা এই তিনটি স্মার্টওয়াচ আসলে এবছরের শুরুতে বাজারে আসা Realme Watch এর আপগ্রেড ভার্সন। রিয়েলমি ওয়াচের কথা বললে এটি আগেই পাকিস্তানে লঞ্চ হয়েছিল। এই স্মার্টওয়াচ ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ, গোলাকার ডায়াল ও আইপি৬৮ রেটিং সহ এসেছে। আবার রিয়েলমি ওয়াচ এস প্রো দেবে ব্যাটারি ১৪ দিনের ব্যাকআপ। তিনটি ওয়াচেই হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর ও একাধিক স্পোর্টস মোড উপলদ্ধ ।

Realme Watch S, Watch S Pro ও Watch S Master Edition এর দাম

ভারতে রিয়েলমি ওয়াচ এস এর মূল্য ৪,৯৯৯ টাকা। আবার রিয়েলমি ওয়াচ এস প্রো ৯,৯৯৯ টাকায় এসেছে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর এই দুই স্মার্টওয়াচ যথাক্রমে Realme.Com ও Flipkart থেকে কেনা যাবে।

আবার Realme Watch S Master Edition এর দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। এর সেল ডেট কোম্পানি এখনও ঘোষণা করেনি।

Realme Watch S এর স্পেসিফিকেশন

রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচে পাবেন কর্নি গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ১.৩ ইঞ্চি গোলাকার টাচস্ক্রিন ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ৩৬০x ৩৬০, ব্রাইটনেস ৪৫০ নিটস। এই স্মার্টওয়াচে লিকুইড সিলিকন স্ট্রাপ আছে। আবার এতে পাবেন ফটোসেন্সিটিভ সেন্সর, যেটি আলোর হিসাবে ব্রাইটনেস নিয়ন্ত্রণ করে। এর গোলাকার ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালোয় দ্বারা তৈরী, আবার ডান দিকে আছে দুটি বাটন।

Realme Watch S ১০০ টি ওয়াচ ফেসের সাথে ভারতে এসেছে। আবার এই স্মার্টওয়াচে আছে স্লীপ মনিটারিং, কল রিজেকশন, স্মার্ট নোটিফিকেশন, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ফিচার।

এছাড়াও এটি PPG হার্ট রেট সেন্সর ও SpO2 সেন্সর সহ এসেছে, যা ব্লাড অক্সিজেন লেভেল মনিটারিং করে। রিয়েলমি ওয়াচ এস এ পাবেন ১৬টি স্পোর্টস মোড, যার মধ্যে আছে স্টেশনারি বাইক, যোগা, ফুটবল, ক্রিকেট, ইনডোর রান, আউটডোর সাইকেল প্রভৃতি।

এটি আইপি৬৮ ওয়াটার রেটিং প্রাপ্ত‌ হওয়ায় জল প্রতিরোধী। এতে দেওয়া হয়েছে ৩৯০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ দিনের ব্যাকআপ দেবে। কোম্পানির দাবি অনুযায়ী, কেবল ২ ঘণ্টার মধ্যে এই স্মার্টওয়াচটি ০-১০০ শতাংশ চার্জ হবে।

Realme Watch S Pro এর স্পেসিফিকেশন

Realme Watch S Pro স্মার্টওয়াচে আছে ৩.৫ সেমি (১.৩৯ ইঞ্চি) অ্যামোলেড টাচস্ক্রিন। ডিসপ্লের রেজুলেশন ৪৫৪x৪৫৪ পিক্সেল ও সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০ নিটস। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ও অটো ব্রাইটনেস ফিচার রয়েছে। ডিসপ্লের প্রোটেকশানের জন্য কর্নিং গোরিলা গ্লাসের আবরণ দেওয়া হয়েছে। ডিউরাবিলিটি ও প্রিমিয়াম লুক প্রদান করার জন্য স্মার্টওয়াচের কেস স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি৷ ১০০টির বেশী ওয়াচ ফেস এখানে উপলব্ধ হবে।

Realme Watch S Pro-তে ১৫টি স্পোর্টস মুড পাওয়া যাবে, যেমন- সুইমিং, ক্রিকেট, যোগা, আউটডোর রান, ইন্ডোর রান, হাইকিং, বাস্কেটবল, ফ্রি ওয়ার্কআউট, প্রভৃতি। 5ATM রেটিং যুক্ত হওয়ায় স্মার্টওয়াচটি ৫০ মিটার পর্যন্ত জলের গভীরতায় সঠিকভাবে কাজ করবে। হাই-পারফরমেন্সের জন্য স্মার্টওয়াচে ডুয়াল কোর প্রসেসর দেওয়া হয়েছে।

এই স্মার্টওয়াচে ৪২০ এমএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। যা সাধারণ ব্যবহারে ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ সরবরাহ করবে। এটি ২ঘন্টায় ফুল চার্জ করা যাব। ব্যাটারি লাইফ বৃদ্ধি করার জন্য এতে লো-পাওয়ার কনজাম্পশন চিপ আছে। ম্যাগনেটিক চার্জারের মাধ্যমে Realme Watch S Pro চার্জ দেওয়া যাবে।

এই স্মার্টওয়াচের মাধ্যমে ব্লড অক্সিজেন ও হার্ট রেটিং মনিটারিং,এবং স্লিপ মনিটারিং করা যাবে। ডুয়াল-স্যাটেলাইট জিপিএসের সাথে রিয়েলমির এই স্মার্টওয়াচ এসেছে। ফলে ব্যবহারকারী নির্ভুলতার সাথে তার লোকেশন ট্র্যাক করতে পারবেন।

Tags:    

Similar News