Realme X3, Realme X3 Superzoom ফোনে এল সর্বশেষ বড় আপডেট, পাবেন Android 12 এর মজা

Update: 2022-09-23 02:48 GMT

গত মাসে রিয়েলমি তাদের এক্স সিরিজের দুটি ফোন, Realme X3 ও Realme X3 SuperZoom এর জন্য realme UI 3.0 এর ওপেন বিটা পোগ্রাম চালু করেছিল। সহজভাবে বললে ফোনগুলি Android 12 ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ এর বিটা ভার্সন ব্যবহার করার জন্য ছাড়পত্র পেয়েছিল। তবে এখন এই ফোনগুলিতে এর স্টেবল আপডেট আসতে শুরু করেছে।

Realme X3 ও Realme X3 SuperZoom ফোনের জন্য আসা এই লেটেস্ট আপডেটের ফার্মওয়্যার ভার্সন RMX2081 11 F.05 ও RMX2085 11 F.05। এটাই ফোন দুটির জন্য শেষ বড় আপডেট। তবে মনে রাখবেন, নতুন এই আপডেট ইনস্টল করার জন্য প্রথম ফোনের ফার্মওয়্যার ভার্সন থাকতে হবে RMX2081NV1B_11.C.15 / RMX2081NV1B_11.C.14 / RMX2081NV1B_11.C.13।

আর Realme X3 SuperZoom ফোনে নয়া এই আপডেট ইনস্টল করার জন্য চাই RMX2085_11.C.15 / RMX2085_11.C.14 / RMX2085_11.C.13 ফার্মওয়্যার ভার্সন। এই আপডেটে ফোন দুটির ইউআই ডিজাইনে পরিবর্তন আসবে। পাশাপাশি, সিকিউরিটি ও প্রাইভেসি মজবুত হবে। সাথে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি দেখা যাবে।

আপাতত রিয়েলমি ইউআই ৩.০ এর স্টেবল ভার্সনের আপডেট ব্যাচ ধরে রোল আউট করা হচ্ছে। ফলে সমস্ত ফোনে একসঙ্গে আপডেট আসার পরিবর্তে ধাপে ধাপে পাওয়া যাবে। যদি কোনোভাবে আপডেটের নোটিফিকেশন মিস করে থাকেন, তাহলে ফোনের Settings থেকে গিয়ে Software update অপশন চেক করতে পারেন।

Tags:    

Similar News