শীঘ্রই ভারতে আসছে Realme X7 Pro 5G, তার আগেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হল
এবার থাইল্যান্ডে লঞ্চ হল মিড রেঞ্জ ফোন Realme X7 Pro 5G। সেপ্টেম্বরের শুরুতেই এই ফোনটি Realme X7 এর সাথে চীনের মার্কেটে লঞ্চ হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজকে গ্লোবাল মার্কেটেও নিয়ে আসছে। এমনকি রিয়েলমি এক্স৭ প্রো ৫জি শীঘ্রই ভারতেও লঞ্চ হতে পারে বলে জানা গেছে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর, কোয়াড রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
Realme X7 Pro 5G এর দাম
থাইল্যান্ডে রিয়েলমি এক্স৭ প্রো ৫জি এর দাম রাখা হয়েছে ১৬,৯৯০ THB, যা প্রায় ৪১,৯০০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি ব্ল্যাক ও গ্রেডিয়েন্ট, এই দুই কালারে পাওয়া যাবে।
চীনে Realme X7 Pro 5G তিনটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছিল। এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল যথাক্রমে প্রায় ২৩,৪৮০ টাকা এবং ২৬,৬৯০ টাকা। আবার প্রায় ৩৪,১৭০ টাকা দাম ছিল এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের।
Realme X7 Pro 5G এর স্পেসিফিকেশন
রিয়েলমি এক্স৭ প্রো ৫জি ফোনে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিজাইনের ফ্লাট ডিসপ্লে আছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ২৪০ হার্টজ। ফোনটিতে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই এর সাথে এসেছে। এতে ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮৬ সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।