৫১২ জিবি মেমোরি ও ১২ জিবি র্যাম সহ লঞ্চ হল Redmi K30 Pro Zoom Edition
রেডমি তাদের একটি ফোনের ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। এই ফোনটি হল Redmi K30 Pro Zoom Edition। গতমাসে কোম্পানি Redmi K30 Pro এর সাথে এই ফোনটি লঞ্চ করেছিল। রেডমি কে ৩০ প্রো জুম এডিশন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে বাজারে এসেছিল। এবার কোম্পানি এই ফোনের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এল।
Redmi K30 Pro Zoom Edition এর ১২ জিবি র্যামের দাম :
রেডমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দেখা গেছে। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে প্রায় ৪৩,০০০ টাকা ও ৪৭,৫০০ টাকা। আপাতত এই ফোনকে চীনে লঞ্চ করা হয়েছে। আশা করা যায় শীঘ্রই এই ফোন কে কোম্পানি অন্যান্য দেশে লঞ্চ করবে। এদিকে নতুন এই ভ্যারিয়েন্টে স্টোরেজ ছাড়া অন্য কোনো পরিবর্তন আনা হয়নি।
এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক MIUI ১১ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। এছাড়াও এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। এই ফোনে পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৪,৭০০ ,এমএএইচ ব্যাটারি। সেলফির জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। আবার পিছনে আছে ৬৪ মেগাপিক্সেল যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা।