৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ফ্ল্যাগশিপ প্রসেসর, Redmi K60 জমকালো ফিচারের সাথে আসছে

Update: 2022-11-04 08:51 GMT

শাওমি চলতি মাসের শেষের দিকে বা ডিসেম্বরে Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত Xiaomi 13 ফ্ল্যাগশিপ সিরিজটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সংস্থার সাব-ব্র্যান্ড রেডমি-ও বর্তমানে একটি SD8G2-চালিত ফোনে কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা Redmi K60 Gaming নামে বাজারে আসতে পারে। এই মডেলটি ছাড়া, K60 সিরিজে Redmi K60 এবং K60 Pro মডেলগুলিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার Redmi K60 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Redmi K60-এর স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট থেকে জানা গেছে যে, রেডমি দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-চালিত ডিভাইসের ওপর কাজ করছে। জানিয়ে রাখি, হাই মিড-রেঞ্জের ফোনের জন্য ডিজাইন করা ডাইমেনসিটি ৮২০০ চিপটি, আগামী ৮ নভেম্বর ডাইমেনসিটি ৯২০০ ফ্ল্যাগশিপ চিপসেটের পাশাপাশি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷

প্রসঙ্গত, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-চালিত যে দুটি নতুন রেডমি ফোনের বিষয়ে টিপস্টার তার পোস্টে জানিয়েছেন, সেগুলি রেডমি কে৬০ এবং রেডমি নোট ১২টি প্রো সিরিজের হ্যান্ডসেট হবে বলে মনে করা হয় হচ্ছে৷ উল্লেখযোগ্যভাবে, রেডমি কে৫০, রেডমি নোট ১১টি প্রো এবং নোট ১১টি প্রো প্লাস- এই সবকটি ডিভাইসই ডাইমেনসিটি ৮২০০-এর পূর্বসূরি ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন Redmi K60 হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, ডাইমেনসিটি ৮২০০-চালিত ডিভাইসটি একটি পাঞ্চ-হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর আগে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে, Redmi K60 ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

উল্লেখ্য, Redmi K60-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। এবছর ফেব্রুয়ারিতে, রেডমি চীনে Redmi K50, K50 Pro এবং K50 Gaming Edition-টি উন্মোচন করেছে। তাই, সম্ভবত হোম মার্কেটে K60 লাইনআপটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হবে।

Tags:    

Similar News