Redmi K60 Ultra: তাক লাগাবে রেডমির নয়া ফোন, ফিচার শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য
রেডমি আগস্টের শেষে Redmi K60 Extreme Edition তথা Redmi K60 Ultra লঞ্চের ঘোষণা করেছে। স্মার্টফোনটি সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। এছাড়াও নানা রিপোর্ট থেকে হ্যান্ডসেটটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। লঞ্চের আগেই কোম্পানি চীনে আয়োজিত একটি ইভেন্টে Redmi K60 Ultra সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
Redmi K60 Ultra-র ফিচার প্রকাশ্যে এল
রেডমি নিশ্চিত করেছে যে, রেডমি কে৬০ আল্ট্রাতে পাওয়ারফুল ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর থাকবে। উন্নত পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের সঙ্গে জোট বেঁধে চিপটি অপ্টিমাইজ করেছে রেডমি। আনটুটু বেঞ্চমার্কে ডিভাইসটি ১৭,৭৪,৭১৪ পয়েন্ট অর্জন করেছে। ফলে এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত স্মার্টফোনগুলির সমকক্ষ হয়ে উঠেছে।
উন্নত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্সের জন্য রেডমি কে৬০ আল্ট্রা-এ পিক্সেলওয়ার্কসএক্স৭ (PixelWorks X7) ডিসপ্লে প্রসেসর থাকবে নিশ্চিত করা হয়েছে। এটি ফুলএইচডি+ রেজোলিউশনে ১৮০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ডাব্লিউকিউএইচডি+ রেজোলিউশনে ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। এই চিপ ওয়ানপ্লাস ১১, অনর ম্যাজিক৫ প্রো এবং রিয়েলমি জিটি২ এক্সপ্লোরার এডিশনের মতো ফোনে পাওয়া যায়।
রেডমি কে৬০ আল্ট্রা-এ ফিউরিয়াস ইঞ্জিন ২.০ থাকবে বলেও জানানো হয়েছে যা প্রসেসর এবং ইন্ডিপেন্ডেন্ট চিপের ম্যাক্সিমাম পারফরম্যান্স আনলক করার জন্য একটি ডেডিকেটেড পারফরম্যান্স মোড বলে মনে করা হচ্ছে। এছাড়া, কোম্পানি Redmi K60 Ultra-এর আর কোনও ফিচার প্রকাশ করেনি। স্মার্টফোনটির লঞ্চের তারিখটিও আপাতত অজানা। তবে ফোনটির সঙ্গে একই দানে একঝাঁক নতুন ডিভাইস লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে Xiaomi MIX Fold 3, Xiaomi Pad 6 Max, এবং Redmi Pad 2।