Xiaomi হতাশ করল, Redmi K70 সিরিজ থেকে বাদ পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্য

Redmi K70 সিরিজ চলতি বছরই চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সিরিজটিতে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, এগুলি হল – Redmi K70, K70 Pro, এবং K70e। ফোনগুলির সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। এগুলির মধ্যে সবচেয়ে সাম্প্রতিক খবরটি প্রকাশ্যে এসেছে এক টিপস্টারের সূত্রে। তার দাবি Redmi K70 সিরিজের সমস্ত মডেলগুলিতে চার্জিং-সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ফিচার অনুপস্থিত থাকবে।

Redmi K70 সিরিজে নাও মিলতে পারে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট

সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)- এ দাবি করেছেন যে, আসন্ন রেডমি কে৭০ লাইনআপে এমন একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকবে, যা তার পূর্বসূরি কে৬০ প্রো-তে উপলব্ধ ছিল। টিপস্টার নির্দিষ্টভাবে বলেছেন যে, রেডমি কে৭০ সিরিজে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে না। এর আগে, শাওমি (Xiaomi) সাব-ব্র্যান্ডটি ৩০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ রেডমি কে৬০ প্রো মডেলটি লঞ্চ করেছিল, যেখানে স্ট্যান্ডার্ড কে৬০-তে এই ফিচারটি ছিল না।

রেডমি এই সুবিধা তাদের পরবর্তী প্রজন্মের ফোনগুলি থেকে কেন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা অবশ্য অস্পষ্ট৷ তবে খবরের সত্যতা নিশ্চিত করার জন্য রেডমির আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। রেডমি কে৭০ এবং কে৭০ প্রো-এর প্রোটোটাইপ ইউনিটের ছবি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে ডিভাইসগুলি সরু বেজেল এবং ২কে রেজোলিউশন সহ ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে। উল্লেখযোগ্যভাবে, উভয় মডেলেই ধাতব ফ্রেম এবং রিয়ার গ্লাস প্যানেলের টেক্সচারে কিছু উন্নতি দেখা যাবে।

জানিয়ে রাখি, সম্প্রতি একটি রিপোর্টে Redmi K70 Pro-এর কিছু ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। এটি একটি টেলিফটো লেন্সের সাথে যুক্ত থাকবে, যা ৩.২x অপটিক্যাল জুম অফার করবে। K70 সিরিজটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন সহ লঞ্চ হবে, যা সম্ভবত লঞ্চের কিছুদিন পরেই এমআইইউআই ১৫ (MIUI 15) ইউজার ইন্টারফেসে আপগ্রেড করা হবে।