Redmi ফের দুর্দান্ত ফোন আনল, আছে 108MP ক্যামেরা, 67W চার্জিং, ও 5000mah ব্যাটারি

Update: 2023-04-12 09:03 GMT

রেডমি (Redmi) তাদের জনপ্রিয় Note 12 সিরিজের অধীনে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Redmi Note 12 Pro (4G)। এটি Note 12 লাইনআপের অষ্টম মডেল এবং দ্বিতীয় ফোর-জি হ্যান্ডসেট। জানিয়ে রাখি, Note 12 Pro আসলে ২০২১ সালের মার্চ মাসে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro Max-এরই রিব্র্যান্ডেড ভার্সন। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 732G প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি৷

Redmi Note 12 Pro স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি নোট ১২ প্রো-এ ফুলএইচডি+ রেজোলিউশন, ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,১০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট অফার করে। আর স্ক্রিনটির ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট আউট অবস্থান করছে।

ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro-এর কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। এটির সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে৷ সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি ডলবি অ্যাটমোস সাপোর্ট সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে এবং এতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। Note 12 Pro আইপি৫৩ (IP53) রেটিংয়ের সাথে এসেছে, যা এটিকে ধুলো এবং জল প্রতিরোধী করে তোলে।

ফোনটির ওজন ২০২ গ্রাম এবং এর পরিমাপ ১৬৪.২০ × ৭৬.১ × ৮.১২ মিলিমিটার। নিরাপত্তার জন্য, Note 12 Pro-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং এটি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করে।

Redmi Note 12 Pro-এর মূল্য এবং লভ্যতা

ইউরোপের মার্কেটে Redmi Note 12 Pro-এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪৯.৯০ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১,৩২০ টাকা। স্মার্টফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে - ব্লু, গ্রে, পোলার হোয়াইট এবং আইস ব্লু। এটি জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশে কেনার জন্য উপলব্ধ৷ ফোনটি আর কোথায় কোথায় লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Tags:    

Similar News