200MP ক্যামেরার প্রথম 4G ফোন আনছে Redmi, 120hz স্ক্রিন সহ দুর্দান্ত সব ফিচার্স

Update: 2023-12-15 06:28 GMT

শাওমি (Xiaomi) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, রেডমি গত সেপ্টেম্বরে চীনা মার্কেটে তাদের লেটেস্ট Redmi Note 13 সিরিজটি লঞ্চ করেছে। আর সম্প্রতি শাওমি নিশ্চিত করেছে যে, তারা আগামী ৪ জানুয়ারি ভারতে এই লাইনআপটি নিয়ে আসতে চলেছে। স্ট্যান্ডার্ড Redmi Note 13 বর্তমানে 4G ভ্যারিয়েন্টে উপলব্ধ নয়। তবে, বেশ কিছুদিন ধরেই এর এলটিই (LTE) সংস্করণ সম্পর্কে নানা তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এখন, একটি সূত্র Redmi Note 13 4G সিরিজের স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Redmi Note 13 4G লাইনআপ আপগ্রেডেড ক্যামেরা স্পেসিফিকেশন সহ আসতে চলেছে

অ্যাপুয়ালস-এর একটি রিপোর্ট প্রকাশ করেছে যে, দুটি ৪জি-ওনলি রেডমি নোট ১৩ ফোন শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই ডিভাইসগুলি আনুষ্ঠানিকভাবে তাদের নামের শেষে ‘৫জি’-এর উল্লেখ ছাড়া রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো হিসাবে আত্মপ্রকাশ করবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, এই ডিভাইসগুলি তাদের পূর্বসূরি মডেলের মতো প্রায় একইরকমের হবে। শুধুমাত্র বড় পরিবর্তন দেখা যাবে উভয় মডেলের প্রাইমারি ক্যামেরায় এবং প্রো ভ্যারিয়েন্টের প্রসেসরে। এই দুই হ্যান্ডসেটে কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। প্যানেলটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

পারফরম্যান্সের জন্য, স্ট্যান্ডার্ড Redmi Note 13 মডেলটি পূর্বসূরি Note 12-এর মতো একই Qualcomm Snapdragon 685 চিপসেট দ্বারা চালিত হবে। আর প্রো মডেলটিতে একটি MediaTek প্রসেসর থাকবে, তবে এর নামটি এখনও জানা যায়নি। এটি সম্ভবত Helio G99 চিপসেট হতে পারে। Redmi Note 13 এবং Redmi Note 13 Pro অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। মেমরি কনফিগারেশনের ক্ষেত্রে, এগুলি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 এবং Redmi Note 13 Pro- উভয় মডেলের রিয়ার প্যানেলে প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ডেপ্থ বা ম্যাক্রো শটের জন্য একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল-ক্যামেরা সিস্টেম থাকবে বলে জানা গেছে৷ যদিও, প্রো ভ্যারিয়েন্টে প্রধান ক্যামেরা হিসাবে ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহৃত হবে এবং স্ট্যান্ডার্ড সংস্করণটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। জানিয়ে রাখি, পূর্বসূরি Note 12 এবং Note 12 Pro-এ যথাক্রমে ৫০ মেগাপিক্সেলের এবং ১০৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে৷

এছাড়া, Redmi Note 13 এবং Redmi Note 13 Pro মডেল দুটি ডুয়েল সিম, ওয়াইফাই ৫, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট-এর মতো সমস্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে বলে জানা গেছে। এগুলি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অফার করবে এবং কমপক্ষে দুটি কালারে (পার্পল এবং গ্রীন) উপলব্ধ হবে।

Tags:    

Similar News