Redmi Note 13 গ্লোবাল মার্কেটে ঝড় তুলতে আসছে, Redmi Note 13 Pro+ 5G এর পর পেল FCC থেকে অনুমোদন

By :  SUPARNA
Update: 2023-10-19 10:42 GMT

খুব শীঘ্রই হয়তো গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Redmi Note 13 স্মার্টফোন সিরিজ। এই লাইনআপকে হালফিলে একাধিক পাবলিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে। সিরিজটি ইতিমধ্যেই - সিঙ্গাপুরের IMDA এবং ভারতের 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' (BIS) সহ বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ছাড়পত্র পেয়েছে। আবার আজ এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Redmi Note 13 -কে 'ফেডারেল কমিউনিকেশনস কমিশন' (FCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখা গেল। এখান থেকে ডিভাইসটির কানেক্টিভিটি অপশন সম্পর্কে জানা গেছে। প্রসঙ্গত, সিরিজের টপ-এন্ড মডেল Redmi Note 13 Pro+ 5G -কেও সম্প্রতি FCC ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল।

Redmi Note 13 পেল FCC সার্টিফিকেশন সাইটের অনুমোদন

FCC সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, আসন্ন রেডমি নোট ১৩ স্মার্টফোনটির মডেল নম্বর 2312DRAABG। এটি - ৫জি, ৪জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, জিআইএস, গ্লোনাস,গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস, এফএম এবং এনএফসি -এর মতো কানেক্টিভিটি অপশন অফার করবে বলেও নিশ্চিত করেছে এই লিস্টিং। জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ ফোনের জন্য এই মুহূর্তে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন পরীক্ষা করা হচ্ছে। যার দরুন মনে করা হচ্ছে, বিশ্ববাজারে রেডমি নোট ১৩ -এর লঞ্চ খুবই সত্বর।

উল্লেখ্য Redmi Note 13 স্মার্টফোনকে ইতিমধ্যেই চীনের বাজারে উন্মোচন করা হয়েছে। ফোনটির গ্লোবাল ও চীনা ভ্যারিয়েন্টের মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকতেই পারে। চলুন এর চীনা সংস্করণের স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 13 -এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Note 13 স্মার্টফোনের চীনা ভ্যারিয়েন্টে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এটি মালি-জি৫৭ এমসি২ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরের সাথে এসেছে। আর ফটো ও ভিডিওগ্রাফির জন্য আলোচ্য মডেলের ব্যাক প্যানেলে - ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13 স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এর পরিমাপ ১৬১.১x৭৫x৭.৬ মিমি এবং ওজন ১৭৩.৫ গ্রাম।

Tags:    

Similar News