Redmi Note 13 Pro-এর স্পেশাল এডিশন বাজারে এল, সবচেয়ে সস্তায় 16+512 জিবি স্টোরেজ
রেডমি (Redmi) কিছুদিন আগেই ঘোষণা করেছিল যে তারা চীনা নববর্ষ উপলক্ষে Redmi Note 13 Pro-এর একটি স্পেশাল এডিশন মডেল লঞ্চ করবে। আর এখন শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি বিশেষ সংস্করণ হিসাবে Redmi Note 13 Pro New Year Edition লঞ্চ করেছে। এটি আকষর্ণীয় "গুড লাক রেড" কালারে পাওয়া যাচ্ছে, যা ‘ইয়ার অফ দ্য ড্রাগন’ প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে বাহ্যিক রূপ ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সাধারণ Pro মডেলের মতোই। চলুন Redmi Note 13 Pro New Year Edition-এর দাম সহ খুঁটিনাটি জেনে নিই।
Redmi Note 13 Pro New Year Special Edition চীনে লঞ্চ হল
রেডমি নোট ১৩ প্রো নিউ ইয়ার স্পেশাল এডিশন মূলত রেগুলার সংস্করণের মতোই। কেবল স্পেশাল এডিশন করে তুলেছে এর বাহ্যিক লুক। ফোনটিতে লাল রঙের রিয়ার প্যানেল এবং কালো ফ্রেম রয়েছে৷ এছাড়া এটি একটি বিশেষ প্যাকেজিং বক্সের সাথে এসেছে, যাতে একটি স্পেশাল থিম, ওয়ালপেপার, রিংটোন এবং অন্যান্য কাস্টমাইজেশন অন্তর্ভুক্ত থাকতে পারে।
রেডমি নোট ১৩ প্রো নিউ ইয়ার স্পেশাল এডিশন মোট পাঁচটি অপশনে এসেছে। বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৪১৫ টাকা)। এছাড়া, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৬০০ টাকা) এবং ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৯৫০ টাকা)। অন্যদিকে, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলি যথাক্রমে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,২৪০ টাকা) এবং ১,৮৯৯ ইউয়ানে (প্রায় ২২,৪২০ টাকা) পাওয়া যাবে। উল্লেখ্য, বাজারে এত সস্তায় আর কোনও ১৬/৫১২ জিবি স্টোরেজের ফোন নেই।
Redmi Note 13 Pro-এর স্পেসিফিকেশন
Redmi Note 13 Pro-এ ৬.৬৭ ইঞ্চি ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ১,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ এই স্ক্রিনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা রয়েছে এবং এটি গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। Redmi Note 13 Pro এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ সহ Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া, Redmi Note 13 Pro-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল স্পিকার, একটি আইআর (IR) ব্লাস্টার এবং আইপি৫৪ (IP54)-রেটেড চ্যাসিস।