মনের মতো ফিচার্স নিয়ে Redmi Note 13 সিরিজ ভারতে লঞ্চ হল, 200MP ক্যামেরায় উঠবে দুর্ধর্ষ ছবি
বহু প্রতীক্ষিত Redmi Note 13 5G সিরিজ আজ ভারতে লঞ্চ হয়ে গেল। দুর্ধর্ষ এই স্মার্টফোন সিরিজে Redmi Note 13 5G, Note 13 Pro 5G এবং Note 13 Pro+ 5G নামে তিনটি মডেল এসেছে। চীনা ব্র্যান্ডটি এই প্রথম কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ Note সিরিজের স্মার্টফোন ভারতে এনেছে৷ এছাড়া, Note 13 Pro+ 5G হল প্রথম Redmi Note সিরিজের স্মার্টফোন, যা জল এবং ধুলো-প্রতিরোধের জন্য IP68 রেটিং অফার করে। চলুম Redmi Note 13 5G সিরিজের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi Note 13 5G-এর মূল্য ও ব্যাঙ্ক অফার
রেডমি নোট ১৩ ৫জি প্রিজম গোল্ড, আর্কটিক হোয়াইট এবং স্টিলথ ব্ল্যাক কালার অপশনে বাজারে এসেছে। কোম্পানি ফোনটিকে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। বেস ভ্যারিয়েন্টটি ১৬,৯৯৯ টাকার কার্যকরী মূল্যে পাওয়া যাবে। অন্যদিকে, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবির দাম পড়বে যথাক্রমে ১৮,৯৯৯ টাকা এবং ২০,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৩ ৫জি সিরিজ অ্যামাজন (Amazon) এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। উল্লেখিত দামগুলি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ইএমআই (EMI) লেনদেনের জন্য ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড়ের পরে নেট কার্যকরী মূল্য। আগ্রহী ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের মধ্যে থেকে একটি সুবিধা বেছে নিতে পারবেন৷
Redmi Note 13 Pro এবং Note Pro+এর দাম এবং ব্যাঙ্ক অফার
Redmi Note 13 Pro 5G স্মার্টফোনটি কোরাল পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং আর্কটিক হোয়াইট কালার শেডে লঞ্চ করা হয়েছে। এটিও তিনটি কনফিগারেশনে উপলব্ধ: ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের ছাড় যুক্ত মূল্য ২৩,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নেট এফেক্টিভ প্রাইস ২৫,৯৯৯ টাকা, আর ১২ জিবি র্যাম বিকল্পের দাম ২৭,৯৯৯ টাকা (নেট এফেক্টিভ)।
অন্যদিকে, টপ-এন্ড Redmi Note 13 Pro+ 5G স্মার্টফোনটি ফিউশন পার্পল, ফিউশন ব্ল্যাক এবং ফিউশন হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজে ডিভাইসটি লঞ্চ হয়েছে। স্মার্টফোনটির বেস মডেলটি ২৯,৯৯৯ টাকার কার্যকরী মূল্যে মিলবে। ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩১,৯৯৯ টাকা, যেখানে ৫১২ জিবি স্টোরেজ অপশনের দাম ৩৩,৯৯৯ টাকা।
Redmi Note 13 Pro 5G এবং Note 13 Pro+ 5G-এর জন্য আইসিআইসিআই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ইএমআই লেনদেনের জন্য ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় মিলবে। আগ্রহী গ্রাহকরা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের মধ্যে বেছে নিতে পারেন। কোম্পানি বর্তমান শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ২,৫০০ টাকার একটি অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করছে৷ Note 13 Pro 5G সিরিজের স্মার্টফোনগুলি ফ্লিপকার্ট (Flipkart) এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে। Note 13 Pro+ 5G স্মার্টফোনটি ১০ জানুয়ারি দুপুর থেকে এমআই হোম (Mi Home) এবং ফ্লিপকার্ট-এও উপলব্ধ হবে।
Redmi Note 13 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
Redmi Note 13 5G-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (১,০৮০ × ২,৪০০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ১০-বিট প্যানেল, কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসর দ্বারা চালিত, যা Mali G57 জিপিইউ-এর সাথে যুক্ত। ফোনটিতে ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ এবং অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রো এসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে। Redmi Note 13 5G অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Redmi Note 13 5G-এর রিয়ার প্যানেলে এফ/১.৭ অ্যাপারচার সহ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, Redmi Note 13 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটিতে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ইনফ্রারেড সেন্সর, আইপি৫৪ (IP54) ধুলো এবং জল প্রতিরোধী রেটিং, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে।
Redmi Note 13 Pro 5G এবং Note 13 Pro+ 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G-এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে (২,৭১২ x ১,২২০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং, ডিসিআই-পি৩ ১০০% ওয়াইড কালার গ্যামট, কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। Pro মডেলে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা Adreno 740 জিপিইউ-এর সাথে যুক্ত। অন্যদিকে, Redmi Note 13 Pro+এ MediaTek Dimensity 7200 Ultra চিপসেট এবং Mali-G610 MC4 জিপিইউ রয়েছে। উভয় মডেলই অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G-এর ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/১.৬৫ অ্যাপারচার, ৭পি লেন্স সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ বিদ্যমান। আর ফোনগুলির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Note 13 Pro 5G-এ ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, Redmi Note 13 Pro+ 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Note 13 Pro+ 5G ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সাপোর্ট করে এবং দুটি ফোনেই নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, Redmi Note 13 Pro মডেলটি ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট এবং ব্লু - এর মতো কালার অপশনে কেনা যাবে। অন্যদিকে, Pro+ মডেলটি ব্ল্যাক, হোয়াইট, ভায়োলেট, ক্যামো গ্রিন-এর মতো কালার শেডে উপলব্ধ।