Redmi Note 9 ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, চলে এল MIUI 14 আপডেট

By :  SUMAN
Update: 2023-02-24 13:43 GMT

কিছুদিন পূর্বেই Xiaomi বিদ্যমান Redmi 9 স্মার্টফোনের জন্য MIUI 14 আপডেট রিলিজ করেছিল। এখন আবার ২০২০ সালে লঞ্চ হওয়া Redmi Note 9 স্মার্টফোনও এই নয়া কাস্টম স্কিন আপডেট পেল। আলোচ্য ডিভাইসটি MIUI 14 আপডেট পাওয়ার কারণে পূর্বের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র ইউজার ইন্টারফেস এবং একাধিক নয়া বৈশিষ্ট্য অফার করবে। কেননা নয়া কাস্টম স্কিনটি, পূর্বসূরি MIUI 13 -এর তুলনায় উন্নীত পারফরম্যান্স এবং নতুন MIUI ডিজাইন সহ এসেছে। আবার এই লেটেস্ট কাস্টম রমে - স্বতন্ত্র ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ওয়ালপেপার সমেত একগুচ্ছ নতুন ফিচার সামিল করা হয়েছে। সর্বোপরি পূর্ববর্তী সংস্করণের তুলনায় MIUI 14 কাস্টম ওএস সিস্টেমের কোডিং সাইজ ২৩% কম থাকছে। ফলে এই আপডেট ইনস্টল করতে খুব বেশি ইন্টারনেট খরচ হবে না।

MIUI 14 আপডেটের প্রথম টেস্ট ভার্সন রিলিজ করা হল Redmi Note 9 স্মার্টফোনের জন্য

শাওমি তাদের অপারেটিং সিস্টেমের (OS) লেটেস্ট সংস্করণ MIUI 14 প্রকাশ করার পর থেকেই একাধিক স্মার্টফোনের জন্য এই সফ্টওয়্যার সংস্করণটি রোলআউট করেছে। সম্প্রতি জানা গিয়েছেল, এই আপডেটটিকে জনপ্রিয় Redmi Note 9 সিরিজের জন্য রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। আর আজ এক মার্কেট রিসার্চার প্রমাণস্বরূপ একাধিক ছবি শেয়ার করে দাবি করেছেন যে, রেডমি নোট ৯ ফোনের জন্য ইতিমধ্যেই এমআইইউআই ১৪ সফ্টওয়্যারের প্রথম টেস্ট ভার্সন রোলআউট করা হয়েছে। এক্ষেত্রে আলোচ্য হ্যান্ডসেটের এমআইইউআই বিল্ড হল - V14.0.0.1.SJOCNXM।

কার্যকারিতার নিরিখে, নতুন MIUI14 সফ্টওয়্যারটি পূর্ববর্তী ওএস সংস্করণ MIUI 13 -এর তুলনায় অধিক দ্রুত কাজ করে। তবে যেহেতু এই আপডেটটি এমআইইউআই ১৪ ওএস স্কিনের বিটা ভার্সন, সেহেতু এটি ডিভাইসে ইনস্টল করার পর কোনো সমস্যা দেখা দিলেও দিতে পারে।

ফাঁস হওয়া ছবিগুলিতে দেখা গেছে, "মারলিন" কোডনেম যুক্ত একটি ডিভাইসে এমআইইউআই ১৪ কাস্টম ইউজার ইন্টারফেসের বিটা ভার্সন ইনস্টল করা হয়েছে। এর এমআইইউআই বিল্ড নম্বর V14.0.0.1.SJOCNXM এবং এটি শাওমির ডিসেম্বর ২০২২ সিকিউরিটি প্যাচের সাথে এসেছে। এক্ষেত্রে উল্লেখ্য, রেডমি নোট ৯ ফোনের জন্য রিলিজ করা ওএস আপডেটটি পুরোনো প্রজন্মের অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক। কেননা রেডমি নোট ৯ সিরিজ অধীনস্ত স্মার্টফোনগুলি কখনোই অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) আপডেট পাবে না বলে জানিয়েছে শাওমি।

আগেই বলেছি, এমআইইউআই ১৪ তার পূর্বসূরি এমআইইউআই ১৩ কাস্টম রমের তুলনায় বেশ অনেক দ্রুত এবং আরও অপ্টিমাইজড৷ এতে - নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং একাধিক ডিজাইনগত পরিবর্তন লক্ষ্যণীয়। আবার নয়া ওয়ালপেপারও সংযুক্ত করা হয়েছে।

Tags:    

Similar News