Samsung এর এই তিন স্মার্টফোনে অক্টোবরের শেষে Android 13 নির্ভর One UI 5.0 আপডেট আসছে

By :  techgup
Update: 2022-10-13 17:31 GMT

Samsung অক্টোবরের শেষে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিয়ে শুরু করে Android 13 নির্ভর One UI 5.0 আনুষ্ঠানিক ভাবে রোলআউটের ঘোষণা করল। স্যামসাং ডেভেলপার কনফারেন্সে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি জানিয়েছে, ক'মাস ধরে পরীক্ষা চালানোর পর One UI 5.0 বিটা স্টেজ ছাড়তে প্রস্তুত। অক্টোবর রিলিজের অর্থ, সফটওয়্যার আপডেট রোলআউটের কৌশল বদলেছে তারা। কারণ গত বছরের নভেম্বরে One UI 4.0 ভার্সন প্রথম মুক্তি পেয়েছিল।

প্রশ্নাতীত ভাবে প্রথমে Samsung Galaxy S22, Galaxy S22 Plus, ও Galaxy S22 Ultra অক্টোবরের শেষে Android 13 নির্ভর One UI 5.0 পাবে। তারপর বাকি প্রিমিয়াম ফোনগুলিতে রোলআউট হবে। যদি আমরা আগের বছরের সময়সূচী অনুসরণ করি তাহলে S22 সিরিজের পর Samsung এর লেটেস্ট ফোল্ডেবল সিরিজ Galaxy Z Fold 4 ও Galaxy Z Flip 4 নয়া আপডেট পাবে।

আবার এই বছর শেষ হওয়ার আগে সেই তালিকায় কিছু মিড রেঞ্জ হ্যান্ডসেটও যোগ হতে পারে। উল্লেখ্য, Samsung তাদের A, F, ও M সিরিজের অধীনে প্রচুর স্মার্টফোন বিক্রি করে। ফলে তালিকাটি দীর্ঘ থেকে ক্রমশ দীর্ঘতর হবে। এদিকে অন্যান্য ব্র্যান্ডকে টেক্কা দিতে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজের ক্ষেত্রে প্রতি বছরই উন্নতি করছে তারা। যেমন ২০২১-এর নভেম্বরে One UI 4.0 এবং তার আগের বছর ডিসেম্বরে One UI 3.0 সংস্করণ মুক্তি পেয়েছিল।

One UI 5.0 ফিচার্স

Samsung Galaxy S22 সিরিজের ফোনগুলিতে ইতিমধ্যেই One UI 5.0 আপডেট বিটা ভার্সন হিসাবে উপলব্ধ। Android 13 এর বিভিন্ন ফিচার্স যেমন নতুন ডাইনামিক লক স্ক্রিন, উন্নত ডাইনামিক থিমিং, আরও ভাল উইজেট স্ট্যাকিং, মাল্টি ইউজার সাপোর্ট যুক্ত হয়েছে। পাশাপাশি মাল্টি টাস্কিং জেশ্চারেও ইমপ্রুভমেন্ট এসেছে। গ্যালারি অ্যাপের টেক্সট রিকগনিশন ইমপ্রুভ করেছে। এছাড়া একটি নতুন প্রাইভেসি হাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রাইভেসি অপশনের আরও ভাল ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

Tags:    

Similar News