নতুন অফার Samsung Galaxy S23 সিরিজের ফোনে, 18 হাজার টাকা ছাড়ে Galaxy S23 Ultra

Update: 2023-03-10 08:31 GMT

গত মাসেই নিজের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Galaxy S23 লঞ্চ করেছে Samsung, আর অন্যান্যবারের মতই এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন এসেছে – Samsung Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। ইতিমধ্যেই দেশে এই স্মার্টফোনগুলির বিক্রিও শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনার যদি Samsung-এর এই লেটেস্ট ফিচারযুক্ত Galaxy হ্যান্ডসেট কেনার পরিকল্পনা থাকে, কিন্তু এগুলি প্রিমিয়াম সেগমেন্টে আসায় দামের কারণে আপনি একটু বিব্রত বোধ করেন, তাহলে এখন আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! আসলে বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডটি এখন নিজের Galaxy S23 স্মার্টফোন সিরিজের জন্য কিছু নতুন অফার ঘোষণা করেছে, যার ফলে আগ্রহী ক্রেতারা এই মডেলগুলিতে ডিসকাউন্ট তো পাবেনই, আবার একসাথে পুরো টাকা না দিয়ে এগুলি কিস্তিতেও কেনা যাবে।

Samsung Galaxy S23 সিরিজের দাম, অফার

লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের বেস মডেল অর্থাৎ গ্যালাক্সি এস২৩ ফোনের ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪,৯৯৯ টাকা, যেখানে এর ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি ৭৯,৯৯৯ টাকা মূল্যে বিক্রি হয়। অন্যদিকে গ্যালাক্সি এস২৩+ মডেলের ৮ জিবি/১২৮ জিবি এবং ৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে ৯৪,৯৯৯ টাকা এবং ১,০৪,৯৯৯ টাকা। আবার সিরিজের সবচেয়ে হাই-এন্ড মডেল মানে গ্যালাক্সি এস২৩ আল্ট্রার তিনটি ভ্যারিয়েন্টে আসে; এর ১২ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৪,৯৯৯ টাকা, একইভাবে ১,৩৪,৯৯৯ টাকায় ১২ জিবি/২৫৬ জিবি সংস্করণ এবং ১,৫৪,৯৯৯ টাকায় ১২ জিবি/১ টিবি ভ্যারিয়েন্টটি কেনা যাবে।

নতুন অফারের কথা বললে স্যামসাং ঘোষণা করেছে যে, ক্রেতারা সিরিজের সবচেয়ে দামি গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোন কেনার ক্ষেত্রে ১৮,০০০ টাকার অফার এবং ১২ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন। এক্ষেত্রে ২৪ মাসের জন্য মাত্র ৫,২০৯ টাকা করে দিয়ে আপনারা এই ফোনের মালিক হতে পারেন। এমনকি এতে ১০,০০০ টাকার অতিরিক্ত আপগ্রেড বোনাসও পাওয়া যেতে পারে৷ অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩+ মডেলে ১৩,০০০ টাকার বেনিফিট এবং ১২ মাসের নো-কস্ট ইএমআইয়ের বিকল্প পাওয়া যাবে। শুধু তাই নয়, এই দুটি ফোনের ক্রেতারা ৮,০০০ টাকার অতিরিক্ত আপগ্রেড বোনাসসহ প্রতি মাসে ৩,১২৫ টাকার ইএমআই (২৪ মাসের জন্য)-এর ভিত্তিতে এগুলি পকেটস্থ করতে পারবেন।

Samsung Galaxy S23 সিরিজের মূল স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের তিনটি স্মার্টফোনেই হাই কোয়ালিটি ডিসপ্লে দেখা যাবে। আবার তিনটি ফোনই অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাহায্যে চলবে, যেখানে এগুলিতে সফ্টওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) ওএস মিলবে। এর মধ্যে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলে অপেক্ষাকৃত বড় ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং একাধিক আধুনিক ফিচার সম্বলিত ২০০ মেগাপিক্সেল অ্যাডাপ্টিভ পিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেখা যাবে।

Tags:    

Similar News