বড় সুখবর, জনপ্রিয় তিনটি Samsung Galaxy ফোনে এল Android 13 আপডেট
ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য আপডেট আনার পর, Samsung এখন মিড রেঞ্জ ফোনেও দ্রুত নতুন আপডেট পৌঁছে দেওয়ার কাজ শুরু করল। সম্প্রতি Galaxy M42 ফোনে স্টেবল One UI 5 আপডেট এসেছিল। এখন আবার দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি আরও তিনটি ফোনের জন্য Android 13 ভিত্তিক আপডেট রোল আউট করেছে। এই ডিভাইসগুলি হল - Galaxy A13 5G, Galaxy A51 5G, Galaxy XCover 5। আপাতত ইউরোপের ব্যবহারকারীরা এই আপডেট পেয়েছে। তবে অন্যান্য অঞ্চলের জন্যেও শীঘ্রই নয়া ওএস ভার্সন রোল আউট করা হবে।
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের জন্য আসা ওয়ান ইউআই ৫ আপডেটের ফার্মওয়্যার ভার্সন A136BXXU2BVK3। এই লেটেস্ট সফটওয়্যার ইউরোপের বিভিন্ন অঞ্চলের জন্য উপলব্ধ। অন্যদিকে গ্যালাক্সি এ৫১ ৫জি (SM-A516V মডেল নম্বর) ফোনের জন্য আসা ওয়ান ইউআই ৫ আপডেটের বিল্ড নম্বর A516VSQU5FVK1।
এছাড়া Galaxy XCover 5 ফোনের জন্যেও অ্যান্ড্রয়েড ১৩ আপডেট রোল আউট করা হয়েছে, যার ফার্মওয়্যার ভার্সন G525FXXU5CVK6। নতুন এই আপডেটের সাথে নভেম্বর ২০২২ এর সিকিউরিটি প্যাচও এসেছে। ফলে নতুন ফিচার পাওয়ার সাথে সাথে ফোনের সিস্টেম আরও শক্তিশালী হবে।
জানিয়ে রাখি, One UI 5 অনেক ভিজিয়াল পরিবর্তন সহ এসেছে। পাশাপাশি নতুন নোটিফিকেশন আইকন ও নোটিফিকেশন ইন্টারফেস দেখা যাবে। এছাড়া এই সফটওয়্যারে উইজেট সাপোর্ট, বিক্সিবি টেক্সট কল, নতুন মাল্টিটাস্কিং জেসচার অন্তর্ভুক্ত করা হয়েছে।