১৩ হাজার টাকার কমে Samsung Galaxy A15 5G শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, ফাঁস হল ফিচার

Update: 2023-10-31 04:23 GMT

Samsung নতুন একটি বাজেট ফোনের উপর কাজ করছে এবং এটি সামনের মাসে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনের নাম Samsung Galaxy A15। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনের 4G ও 5G ভ্যারিয়েন্ট বাজারে আসবে। আজ এরমধ্যে Samsung Galaxy A15 এর 5G ভ্যারিয়েন্টের ইউরোপিয়ান মডেলের স্পেসিফিকেশন ও দাম সামনে এল।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন ও দাম

টিপস্টার পারাগ গুগলানি জানিয়েছেন যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ফটোগ্রাফির জন্য ১০এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্য দুটি ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আর স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে। ডিভাইসটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম সহ আসবে। এর দাম রাখা হবে ১৪৯ ডলার (প্রায় ১২,৪০০ টাকা)।

এদিকে গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, Samsung Galaxy A15 4G মডেলে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হবে। আর আন্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি ৪ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে।

Tags:    

Similar News