সস্তায় পাবেন বেশি স্টোরেজ, প্রেম দিবসে নতুন চমক নিয়ে হাজির Samsung

Update: 2024-02-14 07:32 GMT

স্যামসাং গত বছর ডিসেম্বরে ভারতে A-সিরিজের অধীনে Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G লঞ্চ করেছিল। সেসময় দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি Galaxy A15 মডেলটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে ছেড়েছিল। এখন এক রিপোর্টের মাধ্যমে এখন জানা গেছে, অফলাইন মার্কেটে ফোনটির নতুন সংস্করণ নিয়ে এসেছে তারা৷ নতুন ভ্যারিয়েন্টটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে। চলুন Samsung Galaxy A15 5G-এর নতুন মডেলটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A15 5G-এর নতুন স্টোরেজ অপশন লঞ্চ হল

টেকআউটলুক তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-এর নতুন ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। এটি ক্রেতাদের সাধ্য এবং কার্যকারিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি প্রতিযোগিতামূলক বিকল্প হিসাবে এদেশের বাজারে পা রেখেছে। যদিও, হ্যান্ডসেটটি গতকাল (১৩ ফেব্রুয়ারি) থেকেই অফলাইন স্টোরে উপলব্ধ, তবে শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷

Samsung Galaxy A15 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল অফার করে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ (One UI 6.0) কাস্টম স্কিনে চলে, যা ব্যবহারকারীদের একটি মসৃণ এবং প্রতিক্রিয়াশীল ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A15 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy A15 5G-এ ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি বিদ্যমান।

Tags:    

Similar News