Samsung Galaxy A22 5G 'সবচেয়ে সস্তায়' বাজারে হাজির, সাথে লঞ্চ হল Galaxy A22 4G
জল্পনার অবসান ঘটিয়ে Samsung অফিসিয়ালি Galaxy A22 সিরিজের স্মার্টফোন লঞ্চ করল। প্রত্যাশামতোই Galaxy A সিরিজের নতুন স্মার্টফোনটি 4G ও 5G ভ্যারিয়েন্টে এসেছে। Galaxy A22 4G/5G Android 11 ভার্সন ও MediaTek প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এছাড়া দু'টি স্মার্টফোনেই রয়েছে 5000mAh ব্যাটারি ও 15W অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন Samsung Galaxy A22 4G ও Samsung Galaxy A22 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।
Samsung Galaxy A22 4G/5G-এর দাম ও লভ্যতা
ইউরোপে Samsung Galaxy A22 5G-এর দাম 229 ইউরো (প্রায় 20, 295 টাকা) শুরু হচ্ছে থেকে। অন্য দিকে, 4G ভ্যারিন্টের দাম Samsung ঘোষণা করেনি। আবার 4G ও 5G, দু'টি ভ্যারিয়েন্টে স্মার্টফোনটির গ্লোবাল লঞ্চ কবে হবে, তা Samsung এখনও জানায়নি।
Samsung Galaxy A22 4G এর স্পেসিফিকেশন
Galaxy A22 স্মার্টফোনের 4G ভ্যারিয়েন্টটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ এসেছে, যা HD+ রেজোলিউশন ও 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের ওপরের দিকে আছে ছোট্ট ওয়াটারড্রপ-নচ, Samsung-এর ভাষায় যাকে Infinity U-display বলা হয়। ফোনটি MediaTek Helio G80 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। আবার এটি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। স্টোরেজ বাড়ানোর জন্য আছে মাইক্রোএসডি কার্ড স্লট।
Samsung Galaxy A22 4G -এর ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা রয়েছে। যেগুলি হল - OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও F/1.9 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর + 2 মেগাপিক্সেলের একজোড়া ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। আর নচের মধ্যে আছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকপের জন্য ফোনে 5000mAh ব্যাটারি আছে, যা 15W অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি Android 11 বেসড One UI 3.0 কাস্টম স্কিনে চলবে। Galaxy A22 4G চারটি কালার অপশনে পাওয়া যাবে - ভায়োলেট, মিন্ট, ব্ল্যাক, ও হোয়াইট।
Samsung Galaxy A22 5G এর স্পেসিফিকেশন
Galaxy A22 স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্টটি 6.6 ইঞ্চি IPS LCD Infinity U ডিসপ্লে সহ এসেছে, যা FHD+ রেজোলিউশন ও 60 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার MediaTek Dimensity 700 প্রসেসর দ্বারা Galaxy A22 5G পরিচালিত হবে।ফোনটি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম + 128 জিবি, ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।
Samsung Galaxy A22 5G ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এসেছে। যেগুলি হল - 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এই ডিভাইসে 5000mAh ব্যাটারি রয়েছে যা 15W অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 11 বেসড One UI 3.0 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য ফোনটি সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার সহ এসেছে। Galaxy A22 5G চারটি কালার অপশনে পাওয়া যাবে - গ্রে, হোয়াইট, মিন্ট, ও ভায়োলেট।