50MP নো-শেক ক্যামেরা ও সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত নতুন ফোনের দাম জানাল স্যামসাং

By :  techgup
Update: 2023-04-25 16:42 GMT

দীর্ঘ দিন ধরে ল্যান্ডিং পেজ এবং রেন্ডারের মাধ্যমে টিজ করার পর স্যামসাং (Samsung) গত সপ্তাহে Galaxy A24 ভিয়েতনামে উন্মোচন করেছে। এই ফোনটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। কিন্তু লঞ্চের সময় দাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। তবে এবার অবশেষে ভিয়েতনামের বাজারে Samsung Galaxy A24-এর উপলব্ধতার পাশাপাশি মূল্যের বিবরণ প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Samsung Galaxy A24-এর দাম ও লভ্যতা

স্যামসাং ভিয়েতনামে গ্যালাক্সি এ২৪-এর লভ্যতা এবং মূল্যের বিবরণ ঘোষণা করেছে। ফোনটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৪,৯০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ২২,৭০০ টাকা)-এর প্রারম্ভিক মূল্যে উপলব্ধ। আবার এর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি গ্রাহকরা ৬৯,৯০,০০০ (প্রায় ২৪,৪২০ টাকা) দামে কিনতে পারবেন। ভিয়েতনামে গ্যালাক্সি এ২৪ দুটি কালার অপশনে পাওয়া যাবে - লাইম গ্রীন এবং ভ্যাম্পায়ার ব্ল্যাক।

স্যামসাং তাদের এই নয়া ফোনটির সাথে কিছু লঞ্চ অফারও ঘোষণা করেছে। যেসমস্ত ক্রেতারা ১৫ মে-এর আগে স্যামসাং গ্যালাক্সি এ২৪ অর্ডার করবেন, তারা ৩,০০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ১,০৫০ টাকা) মূল্যের একটি ভাউচার পাবেন এবং ফোনটির জন্য ২৫ ওয়াটের চার্জার কেনার সময়ও দামের ওপর ৫০% ছাড় পাবেন।

Samsung Galaxy A24-এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৪-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত। স্যামসাং গ্যালাক্সি এ২৪ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) ইউজার ইন্টারফেসে রান করে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে যে, এই ফোনে চারটি ওএস আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট প্রদান করা হবে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A24-এর ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনটির সেলফি ক্যামেরার রেজোলিউশন ১৩ মেগাপিক্সেল।

পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A24-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান, তবে গ্রাহকদেরকে ২৫ ওয়াট ফাস্ট চার্জারটি আলাদাভাবে কিনতে হবে। স্যামসাং বিশ্বের আরও কিছু দেশে ধীরে ধীরে Galaxy A24 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News