শক্তিশালী ব্যাটারির সাথে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট, Samsung Galaxy A54 5G পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন
খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A54 5G। তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই এই প্রিমিয়াম মিড-রেঞ্জের ডিভাইসটিকে কেন্দ্র করে একাধিক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। যেমন সম্প্রতি A-সিরিজের এই লেটেস্ট হ্যান্ডসেটের একটি ডিজাইন রেন্ডার প্রকাশ্যে এসেছে। এখন আবার, উক্ত মডেলেকে ‘ফেডারাল কমিউনিকেশন কমিশন’ ওরফে FCC সার্টিফিকেশন ওয়েবসাইটের ডেটাবেসে উপস্থিত হতে দেখা গেল। এখানে Samsung Galaxy A54 5G -কে SM-A546E মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে৷ পাশাপাশি ফোনটির একাধিক কী-ফিচারও উল্লেখ আছে লিস্টিংয়ে। যেমন, Samsung -এর এই আসন্ন 5G হ্যান্ডসেট ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত প্রায় ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারির সাথে বাজারে আসবে বলে জানা গেছে। এছাড়াও চার্জিং ক্যাপাসিটি সম্পর্কিত আরো অনেক কিছু আমরা জানতে পেরেছি।
FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল Samsung Galaxy A54 5G কে
FCC লিস্টিং অনুসারে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনের ব্যাটারির মডেল নম্বর EB-BA546BY এবং এই ব্যাটারির ক্যাপাসিটি ৪,৯০৫ এমএএইচ। আবার ফোনটির চার্জিং অ্যাডাপ্টারের মডেল নম্বর থাকছে EP-TA800, যা সর্বোচ্চ ২৫ ওয়াট আউটপুট অফার করবে।
একই ভাবে, এটি ইউএসবি-পিডি (USB-PD) প্রোটোকলের মাধ্যমে ১৫ ওয়াট (5V/3A) এবং ২৫ ওয়াট (9V/2.77A) আউটপুট অফার করবে। এছাড়া, চার্জারটি ২৫ ওয়াট পর্যন্ত আউটপুট সহ পিপিএস (PPS) চার্জিং প্রোটোকল সাপোর্ট করবে বলেও উল্লেখ আছে লিস্টিংয়ে। আর কানেক্টিভিটির জন্য Samsung Galaxy A54 5G - ব্লুটুথ, ব্লুটুথ এলই, WLAN a/b/g/n/ac/ax, এবং NFC সাপোর্ট সহ আসবে। এই কানেক্টিভিটি অপশনের তালিকা দেখে আমাদের অনুমান, স্মার্টফোনটিতে হয়তো ওয়াই-ফাই ৬ ভার্সন সমর্থন করবে।
প্রসঙ্গত, আলোচ্য Samsung Galaxy A54 5G -কে কিছু দিন পূর্বেই গিকবেঞ্চের ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল। বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং অনুসারে, এই স্মার্টফোন সংস্থার নিজস্ব এক্সিনস ১৩৮০ প্রসেসর এবং ৬ জিবি র্যাম সহ আসবে। আবার ডিভাইসটির ক্যামেরা কনফিগারেশন সম্পর্কিত তথ্যও উল্লেখ ছিল লিস্টিংয়ে। যার দরুন জানা যাচ্ছে, স্যামসাংয়ের এই আসন্ন ৫জি-এনাবল হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের হবে।