15 হাজারের কমে একমাত্র 8GB র্যাম ও সুপার অ্যামোলেড স্ক্রিনের ফোন, Samsung-এর নয়া চমক
স্যামসাং গত মাসে ভারতীয় বাজারে তাদের F-সিরিজির অধীনে Samsung Galaxy F15 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। সেই সময় এটি 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ ছিল । আর এখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Galaxy F15 5G-এর উচ্চতর 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট এদেশে লঞ্চ করেছে। আসুন তাহলে এই মডেলটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F15 5G-এর 8 জিবি ভ্যারিয়েন্ট-এর মূল্য এবং লভ্যতা
স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি-এর নতুন 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা এবং এটি ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে, এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতাদের 1,000 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এফ15-এর ক্রেতারা 1,299 টাকার মূল্যের স্যামসাং 25 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারটি মাত্র 299 টাকায় পেতে পারেন। প্রসঙ্গত, এই ফোনটির 4 জিবি এবং 6 জিবি র্যাম ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে 12,999 এবং 14,499 টাকায় বিক্রি হয়। গ্যালাক্সি এফ15 5জি-কে গ্রোভি ভায়োলেট, জ্যাজি গ্রিন এবং অ্যাশ ব্ল্যাক-এর মতো আকর্ষনীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।
Samsung Galaxy F15 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি-তে 6.5 ইঞ্চির এস-অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ (2,340 × 1,080 পিক্সেল) রেজোলিউশন, 399 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা মালি জি57 জিপিইউ-এর সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই 6.1 কাস্টম স্কিনে রান করে। স্যামসাং জানিয়েছে যে, এই হ্যান্ডসেটটি চারটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।
ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy F15 5G-এ এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স এবং এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনের এফ/2.0 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy F15 5G-এ বিশাল 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটি মিলবে।
অডিওর জন্য, Samsung Galaxy F15 5G-এ 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি মনো স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম সাপোর্ট, 5G সংযোগ, ওয়াইফাই 802.11এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ 5.3, জিপিএস, গ্লোনাস, বেইডৌ, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি 2.0। Galaxy F15 5G-এ স্যামসাং কেনক্স ভল্ট এবং ভয়েস ফোকাস- এর মতো ফিচারও রয়েছে। পরিশেষে ফোনটির পরিমাপ 160.1 × 76.8 × 9.3 মিলিমিটার এবং ওজন 217 গ্রাম।