Samsung Galaxy M13 5G, Galaxy M13 4G দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন
আজ অর্থাৎ ১৪ই জুলাই Samsung Galaxy M13 5G এবং Galaxy M13 4G স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হল। এম-সিরিজের এই দুটি নতুন মডেলের মধ্যে কয়েকটি ফিচারগত সাদৃশ্য বর্তমান। যেমন, Galaxy M13 ফোনের উভয় কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যামের সাপোর্ট পাওয়া যাবে, যা সংস্থার ভাষায় 'র্যাম প্লাস' ফিচার নাম পরিচিত। আবার, এই ফোন-দ্বয় অটো ডেটা স্যুইচিং টেকনোলজি সহ এসেছে, যা নেটওয়ার্ক বিহীন এলাকায় প্রাথমিক সিম কাজ না করলে সেকেন্ডারি সিমের ডেটা ব্যবহার করে ভয়েস কল করা বা গ্রহণ করার অনুমতি দেয়। অন্যদিকে ফারাকের কথা বললে, 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। আর ফোনটির 4G সংস্করণে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, তুলনায় বড় ডিসপ্লে প্যানেল এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। তবে দামের নিরিখে দুটি মডেলকেই বাজেট সেগমেন্টের অধীনে নিয়ে আসা হয়েছে। চলুন এবার Samsung Galaxy M13 5G এবং Galaxy M13 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি, গ্যালাক্সি এম১৩ ৪জি এর দাম ও সেলের তারিখ (Samsung Galaxy M13 5G, Galaxy M13 4G Price in India, Sale Date)
ভারতে, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ১৩,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১১,৯৯৯ টাকা ও ১৩,৯৯৯ টাকা বরাদ্দ করা হয়েছে। উক্ত মডেল দুটিকে - অ্যাকুয়া গ্রীন, মিডনাইট ব্লু এবং স্টারডাস্ট ব্রাউন কালার অপশনে পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি এবং গ্যালাক্সি এম১৩ ৪জি স্মার্টফোন দুটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com), ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং নির্বাচিত কিছু রিটেল স্টোরের মাধ্যমে আগামী ২৩শে জুলাই থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। আর লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের জন্য ফ্লাট ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M13 5G Specifications)
ডুয়াল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ কাস্টম ওএস দ্বারা চালিত। এই ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ বর্তমান। যদিও স্যামসাংয়ের 'র্যাম প্লাস' ফিচারের সাহায্যে অভ্যন্তরীণ স্টোরেজকে কাজে লাগিয়ে ১২ জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M13 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। আবার, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। তদুপরি, ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ওয়াই-ফাই, ৫জি (১১ ব্যান্ড), এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এই নয়া হ্যান্ডসেটে ১৫ওয়াট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এটি স্যামসাং নক্স (Samsung Knox) সিকিউরিটি স্যুট সহ এসেছে। Samsung Galaxy M13 5G ফোনের পরিমাপ ১৬৪.৫x৭৬.৫x৮.৮ মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M13 4G Specifications)
ডুয়াল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ৪৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আবার ডিসপ্লে প্যানেলকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন ব্যবহার করা হয়েছে। ভালো পারফরম্যান্স অফার করার জন্য ডিভাইসটি সংস্থার নিজেস্ব এক্সিনস ৮৫০ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে এসেছে। উক্ত ফোনের ওএস ভার্সন, র্যাম এবং স্টোরেজ পূর্ববর্তী 5G ভ্যারিয়েন্টের অনুরূপ। আর এতেও স্যামসাংয়ের 'র্যাম প্লাস' ফিচারের মাধ্যমে ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যামের সাপোর্ট পাওয়া যাবে।
ফটো এবং ভিডিও তোলার জন্য Samsung Galaxy M13 4G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। হ্যান্ডসেটটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। কানেক্টিভিটির জন্য উক্ত ফোনে - ওয়াই-ফাই, 4G LTE, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। এতে একটি ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট চার্জিং সমর্থন। এতেও স্যামসাং নক্স সিকিউরিটি স্যুটের সাপোর্ট পাওয়া যাবে। Samsung Galaxy M13 স্মার্টফোনের পরিমাপ ১৬৫.৪x৭৬.৯x৯.৩ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।