Samsung Galaxy M32 ভারতে লঞ্চ হল বিশাল বড় ব্যাটারি সহ, দামও সস্তা

Update: 2021-06-21 07:37 GMT

Samsung Galaxy M32 প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হলো। এই নিয়ে চলতি বছরে Galaxy M সিরিজের পাঁচটি ফোন এদেশে পা রাখলো। এর আগে আমরা Samsung Galaxy M02s, Samsung Galaxy M02, Samsung Galaxy M12 এবং Samsung Galaxy M42 5G কে ভারতে লঞ্চ হতে দেখেছি। স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনের কথা বললে, এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া আছে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি, ৬.৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে। আসুন স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M32 ফোনের দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনের ভারতের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ১৬,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনটি দুটি কালারে উপলব্ধ- ব্ল্যাক ও ব্লু।

ফোনটি Amazon ও Samsung store থেকে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসেবে Samsung Galaxy M32 এর ওপর ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

Samsung Galaxy M32 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২০০৯ পিক্সেল) AMOLED Infinity-U ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৮০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে মালি জি৫২ জিপিইউ । ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরো বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy M32 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল ISOCELL GW3 সেন্সর। অন্য ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটি ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে।

Samsung Galaxy M32 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ১৩০ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম, ৪০ ঘন্টা টক টাইম ও ২৫ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দেবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই সফ্টওয়্যারে চলবে। এই ফোনে Dolby Atmos সাপোর্ট থাকায়, হেডফোন সারাউন্ড সাউন্ড এফেক্ট অফার করবে।

স্যামসাং গ্যালাক্সি এম ৩২ ফোনের অন্যান্য ফিচার এর মধ্যে আছে ডুয়াল 4G VoLTE, ওয়াই ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি অডিও জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News