Samsung Galaxy M34 5G-এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল, মাত্র 18,999 টাকায় কেনার সুযোগ
Samsung Galaxy M34 5G গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি এতদিন ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ ছিল। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি এবার দেশে এই ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সন লঞ্চ করেচে। চলুন Samsung Galaxy M34 5G-এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম, স্পেসিফিকেশন ও ফিচারগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy M34 5G-এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল
ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এম৩৪-এর নতুন ও উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৪৯৯ টাকা। তবে চলমান ফেস্টিভ সিজন সেলের কথা মাথায় রেখে, স্যামসাং এই স্মার্টফোনটি মাত্র ২০,৯৯৯ টাকা ছাড়যুক্ত মূল্যে অফার করছে। এছাড়াও, গ্রাহকরা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন।
Samsung Galaxy M34 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
স্যামসাং গ্যালাক্সি এম৩৪-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি কোম্পানির ইন-হাউস এক্সিনস ১,২৮০ প্রসেসর দ্বারা চালিত, যা গ্রাফিক্সের জন্য মালি জি৬৮ জিপিইউ-এর যুক্ত রয়েছে। এই ফোনে সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Samsung Galaxy M34 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল নচের মধ্যে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।
সফ্টওয়্যারের ক্ষেত্রে, Samsung Galaxy M34 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫ (OneUI 5) কাস্টম স্কিনে রান করে। উল্লেখযোগ্যভাবে, স্যামসাং এই ফোনে চারটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M34 5G শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি একটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। তবে, এর চার্জিং অ্যাডাপ্টারটি রিটেইল প্যাকেজের সাথে সরবরাহ করা হয়না।