৪২ হাজার টাকা ছাড়, সবচেয়ে কম দামে Samsung Galaxy S22+ কেনার সুযোগ হাতছাড়া করবেন না

By :  SUPARNA
Update: 2022-09-17 13:28 GMT

Flipkart Big Billion Days Sale: জনপ্রিয় অনলাইন শপিং পোর্টাল Flipkart তাদের বার্ষিক সেল 'Big Billion Days' আগামী ২৩শে সেপ্টেম্বর লাইভ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর মাসের শেষ অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই সেল চলমান থাকবে। এই সময়কালে নানাবিধ সেগমেন্টের একাধিক প্রোডাক্টকে ভারী ডিসকাউন্ট ও লোভনীয় অফারের সাথে বিক্রি করা হবে, এই কথা অনেক আগেই আমরা আপনাদের জানিয়েছি। কিন্তু গ্রাহকদের আরো প্রলুব্ধ করার জন্য, সেল শুরুর এক সপ্তাহ আগেই ই-কমার্স জায়ান্টটি ব্র্যান্ডগুলির সাথে হাত মিলিয়ে সেলে তালিকাভুক্ত আছে এমন পণ্যের সাথে প্রযোজ্য ডিলের বিশদ এক-এক করে প্রকাশ্যে আনছে। এক্ষেত্রে, Flipkart নির্মিত মাইক্রোসাইটে ইতিমধ্যেই অনেক পণ্যের সেলের সময়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই মাক্রোসাইটের মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে, Samsung আনীত একটি ফ্ল্যাগশিপ ফোনকে অবিশ্বাস্য ৪২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি চলতি বছরের প্রথমার্ধে আগত Samsung Galaxy S22+ প্রসঙ্গে। এটিকে উল্লেখিত পরিমাণ ডিসকাউন্টের পর ৬০,০০০ টাকারও কম প্রারম্ভিক মূল্যে পকেটস্থ করতে পারবেন আপনারা। প্রসঙ্গত, প্রত্যেকবারের মতো এবারও প্লাস মেম্বাররা সেলের 'লিমিটেড পিরিয়ড' ডিসকাউন্ট এবং ডিলগুলিকে সর্বপ্রথম অ্যাক্সেস করতে পারবেন৷ চলুন আসন্ন 'Flipkart Big Billion Days Sale' -এ Samsung Galaxy S22+ স্মার্টফোনের সাথে কিরূপ অফার দেওয়া হবে দেখে নেওয়া যাক।

Flipkart Big Billion Days Sale: Samsung Galaxy S22+ স্মার্টফোনের উপর অফার

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনকে ১,০১,৯৯৯ টাকার (MRP) প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছিল। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আরেকটি অপশনের সাথেও এসেছে আলোচ্য ফোনটি।

এবার আসা যাক অফারের প্রসঙ্গে। ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, গ্যালাক্সি এস২২ সিরিজের এই প্লাস মডেলকে মোট ৪২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে বিগ বিলিয়ন ডেজ সেলে। তবে, এই মোট ছাড়ের মধ্যে কতটা পরিমাণ কুপন বা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ব্যাঙ্ক কার্ড অফার বা এক্সচেঞ্জ অফার আছে তা স্বতন্ত্র ভাবে উল্লেখ করা হয়নি। শুধুমাত্র সেল প্রাইজ প্রকাশ্যে আনা হয়েছে। যার থেকে জানা যাচ্ছে আলোচ্য স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনকে সেল চলাকালীন ৫৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হবে।

প্রসঙ্গত, ICICI এবং Axis ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে ফ্লিপকার্ট তাদের এই সেলটি নিয়ে আসবে। তাই আলোচ্য ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে বলে জানা গেছে।

Samsung Galaxy S22+ স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২+ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি (১০৮০x২৩৪০ পিক্সেল) ডাইনামিক AMOLED ২x ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে, ৪৮ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ১,৭৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। আবার ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কমাতে ফোনে আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তদুপরি, মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে এসেছে৷ এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম ইন্টারফেস দ্বারা চালিত। আর সিকিউরিটির জন্য এতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২+ ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, OIS ও ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (অ্যাপারচার: এফ/২.৪), এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.১)। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উক্ত ডিভাইসে একটি ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S22+ স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Tags:    

Similar News