Galaxy S24 Ultra-র ক্যামেরায় বড় পরিবর্তন, কী ফন্দি আটছে Samsung
স্যামসাং (Samsung) তাদের S-সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি আগামী বছর জানুয়ারিতে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ আসন্ন হ্যান্ডসেটগুলির হার্ডওয়্যারের বিবরণ প্রকাশ্যে এসেছে। যথারীতি, Galaxy S24 সিরিজের টপ-এন্ড মডেল, Galaxy S24 Ultra-কে নিয়েই চর্চা চলছে বেশি। স্মার্টফোনটি উন্নততর ক্যামেরা সিস্টেমের সাথে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে, সম্ভবত এতে নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহৃত হবে। জুম ক্যামেরাতেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আর এখন একটি টিপস্টার দাবি করেছেন যে, Galaxy S24 Ultra-এ একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে।
ফাঁস হল Samsung Galaxy S24 Ultra-এর জুম ক্যামেরার বিবরণ
এক টিপস্টার দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ ৫x জুম সহ ৪৮ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহৃত হবে। সূত্রটি আরও জানিয়েছে যে, স্যামসাং মূলত ১০x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করার পরিকল্পনা করেছিল, কিন্তু ছবির গুণমান সম্পর্কে উদ্বেগের কারণে সেই পরিকল্পনা পরে ত্যাগ করে।
আবার, আরেক জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স জানিয়েছেন যে,স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। সেন্সরটির আকার ১/২.৫২ ইঞ্চি বলে জানা গেছে, যা বর্তমান প্রজন্মের গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরায় ব্যবহৃত ১/৩.৫২ ইঞ্চির সেন্সরের চেয়ে বড়। তার আরও দাবি, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ উচ্চ রেজোলিউশনের আরও অপ্টিমাইজড ২০০ মেগাপিক্সেলের আইএসওসেল এইচপি২এসএক্স ক্যামেরা সেন্সর অবস্থান করবে।
উল্লেখ্য, আসন্ন Samsung Galaxy S24 Ultra-তে একটি সামগ্রিকভাবে উন্নত ক্যামেরা সিস্টেম দেখা যেতে পারে। এছাড়াও, হ্যান্ডসেটটির অন্যান্য হার্ডওয়্যারের ক্ষেত্রেও উন্নতি দেখা যাবে। যেমন শোনা যাচ্ছে, এতে টাইটানিয়াম ফ্রেম, উজ্জ্বলতর ওলেড (OLED) প্যানেল এবং দ্রুততর প্রসেসর থাকবে, যা Exynos 2400 বা Snapdragon 8 Gen 3 হতে পারে।