Samsung পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনে তাদের নতুন ফোনে রাখছে রিমুভেবল ব্যাটারি
স্যামসাং (Samsung)-এর XCover সিরিজের রাগড স্মার্টফোন অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। কেননা, এই ধরনের ফোন অত্যন্ত মজবুত এবং সব ধরনের পরিবেশে খাপ খাইয়ে নেয়। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Samsung Galaxy XCover 7 নামের নতুন রাগড ফোন শীঘ্রই বাজারে আনতে চলেছে। কিছু রিপোর্ট এবং পাবলিক সার্টিফিকেশনের মাধ্যমে এই ফোনটির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সম্প্রতি Samsung Galaxy XCover 7-কে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর প্ল্যাটফর্মে দেখা গেছে, যা প্রথমবারের জন্য ভারতের বাজারে ব্র্যান্ডটির এরকম ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। আর এখন Samsung Galaxy XCover 7 জিসিএফ (GCF) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।
Samsung Galaxy XCover 7 পেল GCF-এর অনুমোদন
SM-G556B মডেল কোড সহ স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭ ফোনটি জিসিএফ-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি এই ফোনে ৫জি সংযোগ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) নিশ্চিত করে। উল্লেখ্য, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ৪,০৫০ এমএএইচ ব্যাটারি যুক্ত স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৬ প্রো-এর উত্তরসূরি হিসেবে গ্যালাক্সি এক্সকভার ৭ বাজারে পা রাখতে চলেছে।
জানিয়ে রাখি, একটি রেন্ডার সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৭-এর ডিজাইনটি ফাঁস করেছে। ভাল গ্রিপ এবং শক শোষণের জন্য এতে অসমতল খাঁজযুক্ত ব্যাক প্যানেল থাকবে। এছাড়াও, ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ একটি রিয়ার ক্যামেরাও দেখা গেছে। ফোনটির ধারে একটি এক্সকভার ফিজিক্যাল বাটনও অবস্থান করবে। এমনকি এতে রিমুভেবল ব্যাটারি মিলবে, যা এখনকার স্মার্টফোনে খুব একটা দেখা যায় না।
এছাড়া, গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেস সূত্রে জানা গেছে যে, Samsung Galaxy XCover 7 স্মার্টফোনটি MediaTek Dimensity 6100+ চিপসেট এবং ৮ জিবি র্যামের সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে। ফোনটি MIL-STD-810H-সার্টিফায়েড এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68-রেটিং প্রাপ্ত বলে জানা গেছে। উল্লেখ্য, পূর্বসূরি Samsung XCover 6 Pro ফোনটি ৫৯৯ ডলার (প্রায় ৫০,০০০ টাকা) মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হয়েছিল। এর উত্তরসূরিটিও সম্ভবত একই মূল্যে বাজারে আসবে।